বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

দল পাননি মুমিনুল, সাব্বিররা, দল পেলেন যারা

Mominul Haque & Sabbir Rahman

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক, সাব্বির রহমানরা। অলক কাপালি, আবু জায়েদ রাহি, মুনিম শাহরিয়ারদের নিতেও আগ্রহ দেখায়নি কোন দল।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল সাত দলকে নিয়ে হয়েছে বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট। বেশিরভাগ দল ড্রাফটের আগেই উল্লেখযোগ্য তারকা নিয়ে নেওয়ায় ড্রাফটে আকর্ষণ ছিল কম।

স্থানীয় বড় তারকাদের মধ্যে মুশফিকুর রহিম দল পান ফরচুন বরিশালে, সৌম্য সরকারকেও নেয় তারা। সপ্তম ডাকে গিয়ে ইমরুল কায়েসকে আবার দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেন গত আসর। খুলনা টাইগার্সে ছিলেন সাব্বির রহমান।  ১৫ লাখ টাকার 'ই' ক্যাটাগরিতে সাব্বিরকে নিতে চায়নি কোন দল।  'সি' ক্যাটাগরিতে থাকা মুমিনুলের মূল্য ছিল ৩০ লাখ টাকা। এই টাকায় তাকেও নেয়নি কেউ।

এছাড়া উল্লেখযোগ্য তারকাদের মধ্যে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র, ফরহাদ রেজা, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শামসুর রহমান শুভ, সোহাগ গাজীরা। তারা প্রত্যেকেই ছিলেন ২০ লাখ টাকার 'ডি' ক্যাটাগরিতে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন 'ই' ক্যাটাগরিতে। তিনিও দল পাননি। এই ক্যাটাগরির মধ্যে আনিসুল ইসলাম ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন জুনিয়র, মেহেদী মারুফদের ব্যাপারেও আগ্রহী ছিল না কেউ।

কোন দলে আছেন কারা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

ড্রাফট থেকে:  মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।  

সিলেট স্ট্রাইকার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: মাশরাফি বিন মুর্তজা,জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ। 

ড্রাফট থেকে:  মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন। 

রংপুর রাইডার্স 

ধরে রাখা ও সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ,  আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ড্রাফট থেকে:  রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। 

ফরচুন বরিশাল

ধরে রাখা ও সরাসরি চুক্তি:  মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে।   

ড্রাফট থেকে:  মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি:  শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি।

ড্রাফট থেকে:  তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল। 

দুর্দান্ত ঢাকা

ধরে রাখা ও সরাসরি চুক্তি:  তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল, মোসাদ্দেক হোসেন সৈকত, চতুরঙ্গ ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির।

ড্রাফট থেকে:  সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।  

খুলনা টাইগার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা।

ড্রাফট থেকে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলি, সুমন খান।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

1h ago