স্পিন বিভাগে শক্তি বাড়িয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড

ছবি:এএফপি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড পর্যালোচনা করে দেখা যায়, স্পিন বিভাগে শক্তি বারিয়েছে কিউইরা।

সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। এবারের ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র। ফেরানো হয়েছে মিচেল স্যান্টনারকেও।

ক্যারিয়ারের ২৪ টেস্টের সবশেষটি স্যান্টনার খেলেছেন ২০২১ সালে। গত বছরের জানুয়ারিতে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে ছিলেন রাচিন। এরপর আর সুযোগ মেলেনি তার।

বাংলাদেশের কন্ডিশন বুঝেই কিউইদের স্কোয়াডে স্পিনারদের আধিক্য। সব মিলিয়ে আছন পাঁচ জন। এজাজ প্যাটেল, ইশ সোধি ও স্যান্টনারের পাশাপাশি রাচিন আর গ্লেন ফিলিপসও হাত ঘোরাতে পারেন।

ট্রেন্ট বোল্ট না খেললেও নিউজিল্যান্ডের পেস বিভাগও যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরির সঙ্গী হবেন দলে ফেরা কাইল জেমিসন।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।

নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago