শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ মুরাদ

ছবি: সম্পাদিত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন, সেটা আগেই নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এর কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন মুখ একজন— বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি ব্যাটার শান্তর। নিয়মিত দলনেতা সাকিব আল হাসান চোটে থাকায় ও সহ-অধিনায়ক লিটন দাস এক মাসের ছুটি নেওয়ায় শান্তর কাঁধে উঠেছে দায়িত্ব।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে ২২ বছর বয়সী মুরাদের। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছিল তার। প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১২১ উইকেট। মুরাদের পাশাপাশি টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন স্কোয়াডের আরও দুজন। তারা হলেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও ডানহাতি পেসার হাসান মাহমুদ। এই দুজন অবশ্য আগেও দলে ডাক পেয়েছিলেন।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। দুই দলের একমাত্র ম্যাচে নিজেদের মাটিতে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল টাইগাররা। তখন অধিনায়ক ছিলেন লিটন। তিনিও ছাড়াও ওই টেস্টের স্কোয়াড থেকে নেই আরও তিনজন। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চোটে পড়েছেন, বাদ গেছেন মুশফিক হাসান। অন্যদিকে, মাহমুদের পাশাপাশি দলে ফেরার হলেন সাদমান ইসলাম, নাঈম হাসান ও নুরুল হাসান সোহান।

এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৬ ডিসেম্বর।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।

সবশেষ টেস্টের দল থেকে নেই:
লিটন দাস, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুশফিক হাসান।

ফিরেছেন:
সাদমান ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, নুরুল হাসান সোহান।

নতুন মুখ:
হাসান মুরাদ।

Comments

The Daily Star  | English

Failure in state formation leads to the rise of fascist rule: Prof Ali Riaz

He made the remarks at the beginning of a discussion between the commission and the Amjanata Party.

1h ago