ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও সাকিবকে নিয়ে শঙ্কা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে শুধু হোম সিরিজই নয়, ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরে এই অলরাউন্ডারকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব। যে কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি। ফিরে আসেন দেশে। এরপর যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন পরিবারের কাছে। গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আজ বুধবার হুট করেই বিসিবি প্রাঙ্গণে আসেন টাইগার অধিনায়ক।
বিশ্বকাপ শেষে আজই প্রথমবারের মতো আজ মিরপুরে বিসিবি প্রাঙ্গণে আসেন সাকিব। তার মিরপুরে আসা নিয়ে দ্য ডেইলি স্টারকে বিসিবির মেডিক্যাল বিভাগের একজন সদস্য বলেন, 'সে (সাকিব) এখানে এসেছিল যাতে আমরা তার ভাঙা আঙুলের ড্রেসিং পরিবর্তন করতে পারি।'
জানা গেছে, তিন সপ্তাহ পর আবার ব্যান্ডেজ খুললে সাকিবের বাঁ-তর্জনীতে এক্স-রে করাতে হবে। প্রাথমিকভাবে আগামী ১৩ ডিসেম্বর তার পুনরুদ্ধারের মূল্যায়ন করার সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ দল আগামী ১১ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করা হচ্ছে। ফলে নিউজিল্যান্ড সফরে এই অলরাউন্ডারের অংশগ্রহণ রয়েছে শঙ্কা।
সাকিবকে সেই সফরে কতোটা পাওয়া যেতে পারে তা টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের কাছে জানতে চাইলে উত্তরে জানান, 'দেখা যাক'।
এদিকে আজ বিসিবি কার্যালয়ে বৈঠক করেছে বিসিবির নির্বাচক প্যানেল। আর সাকিব ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। যেখানে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
Comments