এক ধাপ আগালেন কোহলি, হেড ২৮ ধাপ

বিশ্বকাপে ব্যাট হাতে কী দারুণ ছন্দেই না ছিলেন বিরাট কোহলি। আসরের সেরা খেলোয়াড়ের তকমাও পেয়েছেন। কেবল বিশ্বকাপটাই ছুঁয়ে দেখা হয়নি। তবে এমন দারুণ পারফরম্যান্সের কারণে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন এই ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে ফাইনাল জয়ের নায়ক ট্রাভিস হেড এগিয়েছেন ২৮ ধাপ।

বুধবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এই র‍্যাঙ্কিংয়ের এগিয়েছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দলের অনেকেই। কোহলির মতো দারুণ ছন্দে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এগিয়েছেন এক ধাপ।

এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ড গড়া কোহলি রেটিং পয়েন্ট এখন ৭৯১। ফাইনালে ভালো করতে না পারলেও যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন স্বদেশি শুবমান গিল। ৮২৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। কোহলির সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন ৩৫। এর আগে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে টানা এক হাজার ২৫৮ দিন শীর্ষে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪।

সেমি-ফাইনালে ঝড়ো ৬২ রানের ইনিংসের পর ফাইনালে ১৩৭ রানের ইনিংসে হেড বিশাল লাফ দিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ২৮ ধাপ এগিয়ে বর্তমানে ১৫ নম্বরে অবস্থান করছেন এই অজি ওপেনার। এক ধাপ ৭৬৯ রেটিং নিয়ে বর্তমানে চার নম্বরে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত। বিশ্বকাপে ৫৫২ রান করে পাঁচ ধাপ লাফিয়ে ছয় নম্বরে উঠেছেন কিউই ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেল। তবে দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

৭৪১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন কেশভ মহারাজ। জশ হ্যাজেলউড চার ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে। মহারাজের চেয়ে ৩৮ রেটিং পয়েন্ট কম তার। ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ আছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। আট ধাপ এগিয়ে মিচেল স্টার্ক আছেন দ্বাদশ স্থানে। সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন অধিনায়ক প্যাট কামিন্সও।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগের মতোই সাকিব আল হাসান আছেন এক নম্বরে। তবে দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

36m ago