অভিমানে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন ড্যারেন ব্রাভো

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন ড্যারেন ব্রাভো। চলতি মাসেই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি। কিন্তু তারপরও ইংল্যান্ড সিরিজের কোনো সংস্করণেই জায়গা হয়নি তার। এরপর তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন তার ভাই ডোয়াইন ব্রাভো। এবার ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেলেন ড্যারেন ব্রাভো।

মূলত বয়সের কারণেই জাতীয় দলে জায়গা হয়নি ড্যারেন ব্রাভোর। গত সপ্তাহে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার পর এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। ৩৫ বছর বয়সী ড্যারেনের চেয়ে তরুণ ক্রিকেটারের দিকেই নজর ছিল তাদের। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে বিশাল বিবৃতি দেন ড্যারেন ব্রাভো। অভিমান করেই যে  সাময়িক বিরতিতে যাচ্ছেন তার ইঙ্গিত দিয়েছেন হ্যাসট্যাগে। সেখানে লিখেছেন, 'বয়স কেবলই সংখ্যা।'

বিবৃতিতে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়ে এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার লিখেছেন, 'চিন্তা করার জন্য কিছুটা সময় নিয়েছি। ভেবেছি, একজন ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। ক্যারিয়ারের এ সময়ে এসে জাতীয় দলে ফেরার জন্য ক্রিকেটার হিসেবে নিজের শক্তি, আবেগ, সামর্থ্য, শৃঙ্খলা দিয়ে সেরা পারফর্ম করার কাজটা সহজ নয়। কোনো ধরনের যোগযোগ ছাড়া আমাকে অন্ধকারে রাখা হয়েছে।'

'এই মুহূর্তে তিনটি দল তিন সংস্করণের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ৪০-৪৫ জন ক্রিকেটার আছে সেই দলে। ঘরোয়া প্রতিযোগিতায় যথেষ্ট রান করার পরও যদি কোনো দলেই আমার জায়গা না হয়, তাহলে তারা আমাকে বলেই দিচ্ছে, এখানে আমার ভবিষ্যৎ নেই,' যোগ করেন ড্যারেন।

সাময়িক সময়ের জন্য বিরতি নিলেও ক্রিকেটকে এখনই পুরোপুরি বিদায় বলছেন না ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার, 'আমি হাল ছাড়ছি না। তবে বিশ্বাস করি, আমার কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। তরুণ প্রতিভাবানদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সবার জন্য আমার শুভেচ্ছা থাকবে।'

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে অভিষেকের পর ক্যারিয়ারে সব মিলিয়ে ২০৪টি ম্যাচ খেলেছেন ড্যারেন ব্রাভো। টেস্টে ৩৬.৪৭ গড়ে করেন ৩৫৩৮ রান। ওয়ানডেতে ৩১০৯ রান। সদ্য শেষ হওয়া সুপার ফিফটি কাপে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন ৪১৬ রান করে। তিন নম্বরে ব্যাটিং করে খেলেন ৮৩.২০ গড়ে। টুর্নামেন্টে চারশর অধিক রান করা দুজনের একজন ছিলেন ড্যারেন ব্রাভো।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago