আবুধাবি টি-১০ লিগে বিস্ময়কর ‘নো’ বল
আবুধাবি টি-১০ লিগ নিয়ে প্রশ্ন আর সন্দেহ হয়তো আরও বাড়ল। কারণ এমন এক ঘটনা ঘটেছে সন্দেহ না বেড়ে উপায় কী! ক্রিকেট ম্যাচে বোলার ওভার স্টেপিংয়ের 'নো' বল করতেই পারেন। এটা হরহামেশা ব্যাপার। কিন্তু সেই ওভার স্টেপিং যদি হয় প্রায় দুই ফুট বড়, প্রশ্ন উঠা স্বাভাবিক।
শনিবার রাতে নর্থান ওয়ারিয়র্স ও চেন্নাই ব্রেইভসের মধ্যকার ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা। ওয়ারিয়র্সের ভারতীয় পেসার অভিমন্যু মিথুন ২ ওভার বল করে ১১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। দারুণ বোলিং বলা চলে। সেই অভিমন্যু একটা 'নো' বল দিয়েছেন যেটির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
What's happening in the T10 League? #AbuDhabiT10
pic.twitter.com/FGcbshIhPz— Farid Khan (@_FaridKhan) December 2, 2023
ফুটেজে দেখা যায় ক্রিজের থেকে অনেক এগিয়ে প্রায় দুই ফুট বাইরে থেকে বল করছেন তিনি। এত বড় ওভার স্টেপিং হওয়া অস্বাভাবিক।
আবুধাবির এই টি-১০ লিগ নিয়ে বিতর্ক আছে। এই লিগে খেলা অনেক ক্রিকেটারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ চলমান, কেউ কেউ সাজাও পেয়েছেন। এমনকি বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সাজা পাবেন নাসিরও।
Comments