বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে ‘অনেক বড়’ বোনাস পাবেন শান্তরা

Najmul Hossain Shanto & Chandika Hathurusingha
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন নীরবই ছিলেন। দল পারফর্ম করছিল না, নানান বিতর্কও দেখা দিচ্ছিল। তিনিও গণমাধ্যম এড়িয়ে চলছিলেন। এবার নিউজিল্যান্ডকে টেস্টে হারানোর পর বদলে গেল আবহ। ফের আগের মতই ক্যামেরার সামনে হাজির হয়ে অনেক কথা বললেন তিনি। এরমধ্যে জানালেন সিরিজ জিতলে নাজমুল হোসেন শান্তদের জন্য অপেক্ষা করছে বড় বোনাস।

সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সোমবার ক্রিকেটারদের নৈশভোজে ডাকেন বোর্ড সভাপতি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে সেই নৈশভোজ শেষে বেরিয়ে মুখে উজ্জ্বল হাসি নিয়ে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে জানান, ক্রিকেটারদের কাছ থেকে বোনাস পাওয়ার আকাঙ্ক্ষা দেখতে পেয়েছেন তিনি। সিরিজ জিতলে তাদের চাওয়া পূরণ করা হবে,  'বোনাসের কথা... বলে নাই। ওরা শুনতে চেয়েছিল। আসার সময় একজন বলেছিল। আমি বলেছি এটা তো সিরিজ জিতলে পাবে।'

'সিরিজ জিতলে অনেক বড় পাবে। এটাতে কোন সন্দেহ নেই।'

উপমহাদেশের বাইরের দলের বিপক্ষে সাধারণত অতি স্পিন বান্ধব উইকেট বানিয়ে জেতার পথে হাঁটে বাংলাদেশ। এবার সেটা হয়নি। সিলেটে বেশ ভালো স্পোর্টিং উইকেটই ছিল। এমন উইকেটে সাফল্য পাওয়াকে বড় করে দেখছেন বিসিবি সভাপতি,  'প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে (টনি হেমিং)। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবেই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে।'

সিরিজ নিশ্চিত করতে হলে মিরপুরে দ্বিতীয় টেস্ট ড্র করলেই চলবে বাংলাদেশের। মিলবে মোটা অঙ্কের বোনাস। তবে মিরপুরের উইকেটের কারণেই ড্র করার বাস্তবতা দেখছেন না বিসিবি সভাপতি,  'পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই।'

Comments

The Daily Star  | English

Admin was hostage to politicos

Politicians aided by loyal bureaucrats were behind irregularities in development projects taken and implemented when the Awami League was in power, secretaries and other officials told a whitepaper panel.

1h ago