তিন দফা বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দৈর্ঘ্য আরও কমল
টসের পর একবার, নিউজিল্যান্ডের ইনিংসে আরও দুই দফা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে দর্শকদের ধৈর্যের বড় পরীক্ষা যেন নিচ্ছে ডানেডিনের প্রতিকূল আবহাওয়া।
রোববার টস জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নাওয়ার পর নামে বৃষ্টি। অনেকটা সময় তাতে নষ্ট হলে ম্যাচ নেমে আসে ৪৬ ওভারে। শরিফুল ইসলাম তার প্রথম ওভারে দুই উইকেট তুলে নিলে ভালো শুরু পায় বাংলাদেশ।
তবে ১৩.৫ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ২ উইকেটে ৬৩, তখন আবার নামে বৃষ্টি। তাতে আরও ছয় ওভার কমে যায় ইনিংসের দৈর্ঘ্য। এবার খেলা শুরুর পর ১৯.২ ওভারে আবারও হানা দেয় বৃষ্টি। এই দফায় মাত্রা ছিলো বেশি।
শতরানের জুটি গড়ে বিপর্যয় সামাল টম ল্যাথাম (৫১) ও উইল ইয়ং (৪১) এর জুটিতে নিউজিল্যান্ডের রান যখন ২ উইকেটে ১০৮ তখন বন্ধ হয় খেলা। নতুন করে খেলা শুরু হলে ওভার কমছে আরও ২০টি। ম্যাচ হবে ৩০ ওভারের।
Comments