ওয়ার্নের রেকর্ড ভেঙে দিতে পারেন লায়ন, ধারণা কামিন্সের

nathan lyon and pat cummins

এক যুগ ধরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ন্যাথান লায়ন। এই অফ স্পিনার নীরবে যেন নিজের কাজটা করে যাচ্ছিলেন এতদিন ধরে। দক্ষতা, নিবেদন আর প্রখরতা দিয়ে লায়ন মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে স্পর্শ করে ফেলেছেন পাঁচশো উইকেটের মাইলফলক। অজি অধিনায়ক প্যাট কামিন্স মনে করছেন, কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লায়নের।

পাকিস্তানের বিপক্ষে রোববার পার্থে ৫০০তম উইকেট স্পর্শ করেন লায়ন।  ১২৩তম টেস্টে গিয়ে ৩৬ পেরুনো লায়নের উইকেট এখন ৫০১। ৭০৮ উইকেট নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন।

কিংবদন্তি এই লেগ স্পিনারকে আগামীতে ছাড়িয়ে যেতে আরও দুইশোর বেশি উইকেট নিতে হবে লায়নকে।  দারুণ ছন্দ আর ভালো ফিটনেস থাকায় লায়নকে অন্তত আরও পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখছেন কামিন্স। আর সেটা হলে  ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন তিনি, 'এখনো সে অন্তত পাঁচ বছর খেলতে পারে। প্রতি বছর ১০টা করে ম্যাচ থাকবে।'

'আমি মনে করি এখনো সে ৪০-৫০টা টেস্ট পাবে। আরও চার-পাঁচ বছর খেললে। ম্যাচ প্রতি চার-পাঁচ উইকেট পেলে দুইশো হয়ে যাবে, মানে ৭০০ হবে।'

গত পুরো দশকে অজিদের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ চরিত্র লায়ন। বিশ্বের যেকোনো উইকেটে তাকে খেলিয়ে আসছে অজিরা। কামিন্স জানান তাদের বোলিং আক্রমণ ঘুরে লায়নকে কেন্দ্র করে, 'লায়ন আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ ম্যাচে সে দিনে ৩০ ওভার বল করে। এক প্রান্ত দিয়ে সে বল করে এবং খুব একটা রান দেয় না। সে কিছু উইকেট নেবে এবং গতিময় বোলাররা আরেক প্রান্তে অদল বদল করে বল করে যাবে।'

২০১১ সালে অভিষেকের পর কোন বিরতি ছাড়া টানা একশোর বেশি টেস্ট খেলেন লায়ন। গত গত গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে থাকতে পারেননি চোটের কারণে। তাকে সেই সময়টাই ভীষণ মিস করেছেন কামিন্স,  'কোন সন্দেহ নেই ইংল্যান্ডে গত অ্যাশেজে তাকে আমরা মিস করেছি। একশোর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা একজনকে অধিনায়ক হিসেবে আপনি সব সময় দলে চাইবেন।'

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

1h ago