২ রান তুলতে ৭ উইকেট হারালো মিঠুন-সোহানরা
উত্তরাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। তবে তার বড় চমক দেখা গিয়েছে দিনের অপর ম্যাচে। মধ্যাঞ্চলের পেসার আবু হায়দার রনি এবং শহিদুল ইসলামের তোপে মাত্র ২ রান তুলতে শেষ সাত উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ৪৭ রান নিয়ে খেলতে নামে মোহাম্মদ মিঠুনের দল। মার্শাল আইয়ুব ৬ ও নাঈম হাসান ১ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। কিন্তু শেষ সাত ব্যাটার মিলে এদিন রান করেছেন মাত্র দুটি। তারমধ্যে একটি আবার এসেছে অতিরিক্তর খাত থেকে।
ব্যাট থেকে এদিন কেবল ১টি রান নিতে পেরেছেন নুরুল হাসান সোহান। বাকি সবাই আসা যাওয়ার মধ্যেই থাকেন। ফলে চার ওভারের মধ্যেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। শেষ সাত উইকেটের ৪টি রনি ও ৩টি শহিদুল ভাগাভাগি করে নেন।
তাতে মাত্র ১৬ রানের লক্ষ্য পায় মধ্যাঞ্চল। যা মাত্র এক ওভারেই করে ফেলে তারা। বোলার আসাদুজ্জামান পায়েল ২টি নো-বলও করে সেই ওভারে।
অন্যদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় ও শেষ রাউন্ডে উত্তরাঞ্চলকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল।
এই জয়ে পূর্বাঞ্চল প্রতিযোগিতায় ২০ পয়েন্ট নিয়ে শেষ করেছে, রানারআপ মধ্যাঞ্চলের চেয়ে ১০ বেশি, যারা আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের তৃতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটে হারিয়েছে। দুটি ম্যাচই শেষ হয় তৃতীয় দিনে।
সিলেটে, প্রথম ইনিংসে ২৪৪ রানে পিছিয়ে থেকে আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৭ রান তুলেছিল দক্ষিণাঞ্চল। এদিন শেষ ৭ উইকেট হারিয়ে আর ৬৫ রান যোগ করতে পারে দলটি। এই সাত উইকেটের পাঁচটিই তুলে নেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।
শেষ পর্যন্ত একাই সাতটি উইকেট দখল করেন খালেদ। এবং ক্যারিয়ারের সেরা বোলিং করে ৯০ রানের খরচায় তুলে নেন ১১টি উইকেট। উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলী সর্বোচ্চ ৩৩ রান করেন।
Comments