ডোপ পরীক্ষায় পজেটিভ হয়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার
ডোপ পরীক্ষায় পজেটিভ হয়ে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধভেরে আর ব্র্যান্ডন মাভুটা। তাদেরকে এই শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।
এই অভিযোগের শুনানি না হওয়া পর্যন্ত তারা কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
জেডসি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, সম্প্রতি ডোপ পরীক্ষায় দুজনের নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি মিলেছে। তাতে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়েছেন তারা।
অফ স্পিনিং অলরাউন্ডার মাধভেরে এক সময় ছিলেন জিম্বাবুয়ের নিয়মিত মুখ। নানান কারণে এখন অনিয়মিত হয়ে পড়েছেন সব সংস্করণ মিলিয়ে একশোর বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। এবার এই নিষেধাজ্ঞা তাকে দিল বড় ধাক্কা।
লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা খুব বেশি ম্যাচ খেলেননি। তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে ক্রিকেটার অবশ্য গত সিরিজেও দলে ছিলেন।
ক্রিকেটারদের বিধি ভাঙায় খবরে আসা জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারা দলটি উগান্ডার কাছে হেরে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে পারেনি। দলের ব্যর্থতায় বুধবার পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন।
Comments