বিগ ব্যাশে খেলার আগে আম্পায়ারকে ‘ভয় দেখিয়ে’ নিষিদ্ধ কারান
বিগ ব্যাশ খেলতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন ইংলিশ পেসার টম কারান। ম্যাচে নামার আগে ওয়ার্মআপে আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
বুধবার হোবার্ট হারিকেনসের বিপক্ষে সিডনি সিক্সার্সের ম্যাচ শুরুর আগে ঘটে এই ঘটনা। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের রায়ে বলেছে, ম্যাচ শুরুর আগে সিডনি সিক্সার্সের কারান ওয়ার্মআপে ম্যাচ পিচের পাশে আরেক পিচে বল করছিলেন।
তবে তিনি বারবার ম্যাচ পিচের অংশের ওপর এসে পড়েছিলেন। পিচ দেখাশোনায় থাকা চতুর্থ আম্পায়ার এ সময় তাকে সতর্ক করেন। পরে কারান মূল পিচ গিয়ে ওয়ার্মআপ করতে থাকেন। আম্পায়ার এ সময় কারানকে সরে আগের জায়গায় যেতে বলেন। কারান তা কর্ণপাত করেননি। আম্পায়ারকে তোয়াক্কা না করে তিনি তার দিকে আগ্রাসী মেজাজে এগুতে থাকেন। আম্পায়ার সঙ্ঘর্ষ এড়াতে ডানে সরে যান।
বিগ ব্যাশের কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয় কারানের বিপক্ষে। যাতে আছে, 'আম্পায়ার, ম্যাচ রেফারি, মেডিকেল পারসনকে মৌখিকভাব বা কোন আচরণের মাধ্যমে ভীতি দেখানো বা ভীতি দেখানোর প্রচেষ্টা'।
অভিযোগ অস্বীকার করে শুনানিতে অংশ নেন কারান। তাকে দোষী সাব্যস্ত করে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সিক্সার্স। সিক্সার্স প্রধান রাচেল হেইনস বলেন কারান ইচ্ছাকৃতভাবে কোন অফিসিয়ালকে ভয় দেখাননি। কাজেই তাকে মাঠে ফেরাতে আমরা চেষ্টা চালাব।
Comments