বক্সিং ডে টেস্টে কালো আর্মব্যান্ড পরবেন না খাওয়াজা, তবে রেখেছেন কিছু প্রশ্ন

আইসিসির বাধা থাকায় ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরুতে যাওয়া বক্সিং ডে টেস্টে কালো ‘আর্মব্যান্ড’ না পরার কথা জানিয়েছেন বাঁহাতি ওপেনার।
Usman Khawaja

ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। পার্থ টেস্টের আগে অনুশীলনে জুতায় 'ফ্রিডম ইজ হিউম্যান রাইটস' এবং 'অল লাইভস আর ইকুয়াল' লিখলেও অনুমোদন না থাকায় ম্যাচে তা ঢেকে রাখেন। তবে চলমান রক্তপাতে শোকাহত জানিয়ে ঠিকই কালো 'আর্মব্যান্ড' পরে নেমেছিলেন। সেটির কারণেও আইসিসির ভর্ৎসনা পেতে হয়েছে। এই ভর্ৎসনার কারণ বুঝতে না পেরে কিছু যুক্তি তুলে প্রশ্ন রেখেছেন তিনি।

আইসিসির বাধা থাকায় ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরুতে যাওয়া বক্সিং ডে টেস্টে কালো 'আর্মব্যান্ড' না পরার কথাও জানিয়েছেন বাঁহাতি ওপেনার।

মেলবোর্নে শুক্রবার এক অনুষ্ঠানে এই ব্যাপারে নিজের মত তুলে ধরেছেন খাওয়াজা, 'আমি যথাযথভাবে সম্মানসূচক উপায়ে চেষ্টা করেছি। কিছুদিন ধরেই ভেবেছি জুতায় কি লিখব। আমি ধর্মকে টানিনি। আমি মানবতার কথা বলেছি। নিশ্চিত করেছি কোন ধর্মীয় বিশ্বাস ও সাম্প্রদায়ের কাউকে যেন বাদ না দেই।'

ইসরাইলের হামলায় প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের গাজা থেকে আসছে নিহতের খবর। দুই দেশের চলমান যুদ্ধে অনেক বেশি আক্রান্ত ফিলিস্তিনের মানুষ। এসব ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না বলে জানান খাওয়াজা, 'আজ সকালেই নিককে (নিক হকলি, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী) বলছিলাম এটা আমাকে মারাত্মকভাবে আহত করছে। যখন ইন্সটাগ্রামে দেখি শিশুদের মৃত্যুর ভিডিও, আমাকে তা আহত করে। আমি শুধু আমার ছোট মেয়ের কথা ভাবি। এটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগী হয়ে যাচ্ছি। আমার গোপন কোন এজেন্ডা নেই, আমি মনে করেছি এটি নিয়ে কথা বলা আমার দায়িত্ব।'

নিজের দেশ অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে অজি ওপেনার বলেন স্বাধীনভাবে বাঁচার অধিকার প্রতিটা মানুষের আছে, 'আমরা চমৎকার একটা দেশে বাস করি। এখানে বাস করা আমাদের জন্য আশীর্বাদ। আমি মুক্তভাবে চলতে পারি, আমার সন্তানরাও পারে। বাকি বিশ্বকেও এমন দেখতে চাই আমি।'

কালো আর্মব্যান্ড পরায় টেস্ট চলাকালীন আইসিসির জেরার মুখে পড়েন খাওয়াজা, 'আইসিসি আমাকে টেস্টের দ্বিতীয় দিনে জিজ্ঞেস করে আর্মব্যান্ড কেন? আমি বলেছি ব্যক্তিগত শোকের কারণে। এর বাইরে কিছু বলিনি। জুতার ব্যাপার আলাদা ছিলো। কিন্তু আর্মব্যান্ডের  ব্যাপার বুঝতে পারছি না।'

খাওয়াজা প্রশ্ন রাখেন বিভিন্ন কারণেই অনেকে আগে আর্মব্যান্ড পরে কোন প্রশ্নের মুখে পড়েনি, তবে তিনি কেন পড়লেন,  'আমি সব সময় নিয়ম মেনেছি। তবে আগেও এমন ঘটনা আছে ব্যাটে কেউ স্টিকার লাগিয়েছে, জুতায় নাম লিখেছে, আইসিসির অনুমতি ছাড়াই করেছে। তখন কাউকে  ভর্ৎসনা শুনতে হয়নি। আমি আইসিসি ও তাদের নিয়ম সম্মান জানাই। তবে আমার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখা হয়নি।'

প্রসঙ্গত, নিজেদের কোন আয়োজনে রাজনৈতিক কোন বিষয় যুক্ত হতে দেয় না আইসিসি, ফিফার মতন বড় ক্রীড়া সংস্থাগুলো। 

Comments