বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

গর্বিত ও আত্মবিশ্বাসী শান্তর নজর পরের টি-টোয়েন্টিতে

ছবি: এএফপি

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের চক্র পূরণ হলো বাংলাদেশের। গত বছরের শুরুতে সেখানে টেস্ট জেতার পর চলতি সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও শেষ হাসি হাসল তারা। দীর্ঘ অপেক্ষার পালা ঘুচিয়ে গর্বিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সঙ্গে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে তার নজর এখন দ্বিতীয় টি-টোয়েন্টির দিকে।

নেপিয়ারে বুধবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩৫ রানের ছোট লক্ষ্য তারা পেরিয়ে যায় ৮ বল হাতে রেখে। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তাসমান সাগরের পাড়ে অবস্থিত দ্বীপদেশটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে নয়টি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। প্রতিবারই হেরেছিল তারা। এবার দশম লড়াইয়ে এসে শান্তর নেতৃত্বে ধরা দিল পরম আকাঙ্ক্ষিত জয়।

সাদা বলের দুই সংস্করণের সিরিজ শুরুর আগে জয়ের অপেক্ষা ঘোচানোর প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জেতার পর প্রথম টি-টোয়েন্টিতেই কিউইদের হারিয়ে কথা রেখেছেন শান্ত। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, 'যেভাবে আজ আমরা খেলেছি সেটা নিয়ে সত্যিই রোমাঞ্চিত ও গর্বিত। আসলেই রোমাঞ্চিত, আসলেই গর্বিত।'

নেপিয়ারেই হওয়া শেষ ওয়ানডেতে পেসারদের দাপটে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। এদিনও তারা পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২৬ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। আরেক বাঁহাতি মোস্তাফিজুর রহমান ২ উইকেট শিকার করেন স্রেফ ১৫ রান খরচায়। তানজিম হাসান সাকিব যদিও খরুচে বোলিং করেন। ১ উইকেট নিতে দেন ৪৫ রান। তবে তিনজনই পেয়েছেন শান্তর প্রশংসা, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে তারা দ্রুত শিখে ফেলছে, আমার এটাই মনে হয়েছে। নতুন বলে শরিফুল, সাকিব ও ফিজ (মোস্তাফিজ) খুবই দারুণ করেছে। শেখ মেহেদী চিত্তাকর্ষক ছিল, এই কন্ডিশনে সে খুবই ভালো বল করেছে।'

পেসারদের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার জেতা শেখ মেহেদী ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেন। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে ১৩৪ রানে আটকে ফেলতে অফ স্পিনে নজর কাড়েন তিনি। ১৪ রানে তার শিকার ২ উইকেট। এরপর জবাব দিতে নেমে বাংলাদেশ ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে, তখন লিটন দাসের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন লক্ষ্যে। শেখ মেহেদী ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ওপেনার লিটন খেলেন হার না মানা ৩৬ বলে ৪২ রানের ইনিংস।

সাদামাটা রান তাড়াতেও এক পর্যায়ে শঙ্কার কালো মেঘ জমা হয়েছিল বাংলাদেশের আকাশে। শেষ ৩ ওভারে দাঁড়িয়েছিল ২৪ রান করার সমীকরণ। এই প্রসঙ্গে বাংলাদেশের দলনেতা বলেছেন, 'এটাই ক্রিকেটের সৌন্দর্য, এটা সব সময়ই চ্যালেঞ্জিং। বিশেষ করে, এই ধরনের কন্ডিশনে এই ধরনের দলের বিপক্ষে। কিন্তু আমরা তাদেরকে (অল্প রানে) বেঁধে ফেলার পর থেকে খুবই আত্মবিশ্বাসী ছিলাম।'

বাংলাদেশের সামনে এখন প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জয়ের হাতছানি। মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী শুক্রবার। সেই ম্যাচের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসে ফুটছেন বাঁহাতি ব্যাটার শান্ত, 'ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। আমাদেরকে এখন দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য একটি পরিকল্পনা আঁটতে হবে। আশা করি, সবাই তাদের সেরাটা দিবে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago