সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ দেখছে টাইগাররা

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতে নেওয়ার সুবর্ণ দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস
ছবি: এএফপি

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর সে ধারায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচও জিতে নেয় তারা। তাও দাপট দেখিয়ে। তাতে আত্মবিশ্বাসে টইটুম্বুর টাইগাররা। সফলতার ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার সুবর্ণ দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

মূলত বাংলাদেশের জয়ের ধরণ আত্মবিশ্বাসী করেছে পোথাসকে। কিউইদের ১৩৪ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে এই জয়কে বিশাল বলেই মনে করেন টাইগারদের সহকারী কোচ, 'আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়।'

অথচ নিউজিল্যান্ড সিরিজে এবার বেশ তরুণ দল নিয়েই খেলেছে বাংলাদেশ। দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে ওয়ানডেতে ছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে নেই তিনি। তাই মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও সৌম্য সরকারের মতো খেলোয়াড়রাই এখন দলের সিনিয়র খেলোয়াড়। তাই তরুণরা পর্যাপ্ত সুযোগ পেলে দারুণ কিছু করবেন বলে বিশ্বাস করেন পোথাস।

'এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন,' বলেন বাংলাদেশের সহকারী কোচ।

সিরিজ জয়েরও বড় সুযোগ দেখছেন তিনি, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের দুই বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'

নেপিয়ারে অসাধারণ সময় কাটিয়ে বর্তমানে মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন করেনি টাইগাররা। তবে অনুশীলনের চেয়ে এই সময় বিশ্রামকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পোথাস, 'আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago