ক্যারিবিয়ানদের বিপক্ষে রঙিন পোশাকেও থাকছেন না ওয়ার্নার!

ছবি: এএফপি

পাকিস্তান সিরিজ শেষেই সাদা পোশাক খুলে রাখবেন ডেভিড ওয়ার্নার। কিন্তু এ সিরিজের পর শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রঙিন পোশাকেও দেখা নাও যেতে পারে এই অস্ট্রেলিয়ান ওপেনারকে। এমন ইঙ্গিতই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

ঘরের মাঠে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি একদিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর এই সময়ে চলবে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ 'আইএল টি-টোয়েন্টি'। যা শুরু হবে ২০ জানুয়ারি এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারিতে। মূলত এই আসরে খেলতে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন না ওয়ার্নার!

এরমধ্যেই টুর্নামেন্টের অংশগ্রহণ করা সমস্ত দলগুলো শুরু করে দিয়েছে প্রস্তুতি। অন্যতম ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের সঙ্গে চুক্তি রয়েছে ওয়ার্নারের। এই চুক্তির কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে পারবেন না ওয়ার্নার। শুধু তাই নয় আসন্ন বেশ কয়েকটি সিরিজে ওয়ার্নার নাও খেলতে পারেন বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেছেন, 'কয়েকটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় হয়তো ডেভিডকে দেখা যাবে না। কিন্তু ও বিগ ব্যাশ লিগ বরাবরই গুরুত্বের সঙ্গে খেলে। তবে আমি আশা করেছিলাম যে আসন্ন আইএল টি-২০ খেলার জন্য ও নো অবজেকশন সার্টিফিকেটের দাবি করবে।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অতিরিক্ত টাকার কারণেই ওয়ার্নার এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানান তিনি, 'এই জিনিসটা একেবারেই স্পষ্ট এবং কোনও সন্দেহ নেই যে আগামীদিনে ও সেই জায়গাতেই ক্রিকেট খেলবে, যেখানে ও সবচেয়ে বেশি টাকা পাবে। সত্যি বলতে গেলে আমি এটাতে কোনো দোষ ওর দেখিনা। উল্টো আমি ওকে আরও বেশি উৎসাহ দেওয়ার চেষ্টা করি।'

'ভবিষ্যতে এমন অনেক সময় আসবে যেখানে ও হয়তো বহু আন্তর্জাতিক সফর খেলবে না। কিন্তু এগুলোতে আমাদের রাগ করলে চলবে না। এগুলোকে মেনে নিয়েই আমাদের আগামীদিনে এগিয়ে যেতে হবে। এখন খেলার জগতটা এরকমই হয়ে গিয়েছে। সুতরাং এটাই স্বাভাবিক,' যোগ করেন গ্রিনবার্গ।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago