টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ফিল্ডিং বেছে নিয়ে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চোটের কারণে বাংলাদেশ দলের একাদশে নেই ওপেনার লিটন কুমার দাস।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই লিটন। তার জায়গায় একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটারকে অন্তভুক্ত করেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন শামিম পাটোয়ারি। সেক্ষেত্রে ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার কিংবা অধিনায়ক শান্ত।  তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।

নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

Comments

The Daily Star  | English
bd govt logo

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

18m ago