অস্ট্রেলিয়ার ভালো শুরুর পর বৃষ্টির দাপট
দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর উসমান খাওয়াজা মিলে শুরুটা করেছিলেন ভালো। যদিও থিতু হয়ে ফিরেছেন দুজনেই। এরপর মারনাস লাবুশানে আর স্টিভেন স্মিথ মিলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেওয়া শুরু করতেই নামে বৃষ্টি। তাতে ভেসে গেছে দ্বিতীয় দিনের বাকিটা সময়।
সিডনিতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান। পাকিস্তানের ৩১৩ রান থেকে তারা পিছিয়ে আছে ১৯৭ রানে।
বিনা উইকেটে ৬ রান নিয়ে নেমে অনায়াসে এগুতে থাকেন অজি দুই ওপেনার। নিজের শেষ টেস্ট খেলতে নেমে ওয়ার্নার দিচ্ছিলেন বড় কিছুর আভাস। পেসারদের সামলে থিতু হয়ে তিনি কাটা পড়েন আগা সালমানের স্পিনে।
অফ স্পিন বলে বাবর আজমের হাতে ধরা দেন ৬৮ বলে ৩৪ করা ওয়ার্নার। এরপর লাবশানেকে নিয়ে এগুতে থাকেন খাওয়াজা। খেলছিলেন অনেকটা সময় নিয়ে। তার মন্থর গতির ইনিংস থামে আমির জামালের বলে। ১৪৩ বলে ৪৭ করে কিপারের হাতে ক্যাচ দেন তিনি।
খাওয়াজা আউটের আর তিন ওভার খেলা হয়েছে। এরপর নামা বৃষ্টি কেড়ে নেয় দিনের পুরোটা সময়। লাবুশানে ২৩ আর স্মিথ ৬ রান নিয়ে খেলছেন।
Comments