ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন হেটমায়ার

ক্যারিয়ারের শুরুতে আলো ছড়িয়ে এক সময় ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত মুখ হয়ে যান আগ্রাসী ব্যাটার হেটমায়ার। তবে ফিটনেসজনিত সমস্যার সঙ্গে দলের নিয়ম কানুন না মেনে প্রায়ই আলোচনায় আসতেন তিনি।
Shimron Hetmyer

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট রান খরায় দল থেকে বাদ পড়লেন শেমরন হেটমায়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি দলে আছেন কাইল মেয়ার্স আর জেসন হোল্ডার।

ক্যারিয়ারের শুরুতে আলো ছড়িয়ে এক সময় ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত মুখ হয়ে যান আগ্রাসী ব্যাটার হেটমায়ার। তবে ফিটনেসজনিত সমস্যার সঙ্গে দলের নিয়ম কানুন না মেনে প্রায়ই আলোচনায় আসতেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার এর আগে নানা কারণে বাদ পড়লেও এবার তাকে রাখা হয়নি বাজে ফর্মের কারণে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডেতে ৩২, ০ ও ১২ রান করেন। টি-টোয়েন্টিতে করেন ১ ও ২ রান। গত ১২ ওয়ানডেতে হেটমায়ারের ব্যাটে নেই কোন ফিফটি। টি-টোয়েন্টিতে মাঝে মধ্যে রান পেলেও সেখানেও আছে ধারাবাহিকতার ঘাটতি।

হোল্ডার ও মেয়ার্স ওয়ানডে স্কোয়াডে নিজেদের সরিয়ে নিয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য। কেন্দ্রিয় চুক্তিতে না থাকায় তাদের সেই সুযোগ রয়েছে।

পালাবদলের স্রোতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নতুন মুখ টেভিন ইমলাখ ও টেডি বিশপ।

আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৪ ও ৬ ফেব্রুয়ারি। ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানেজ, টেডি বিশপ, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, গুডাকেশ মোটি, কেয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেই হোপ, জনসন চার্লস, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন টমাস।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago