এবার ‘আন্ডারডগ’ দল নিয়ে জেতার চ্যালেঞ্জ নিচ্ছেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হোক বা ঢাকা প্রিমিয়ার লিগ, বরাবরই নামেভারে শক্তিশালী দলের সঙ্গেই দেখা যায় খালেদ মাহমুদ সুজনকে। বড় ক্লাব, বড় ফ্র্যাঞ্চাইজিকে কোচিং করিয়ে আসা সুজন এবার বিপিএলে নামছেন দুর্দান্ত ঢাকাকে নিয়ে। নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে কাগজে-কলমে শিরোপার হিসেবে রাখতে চাইবেন না কেউই। আর এতেই বড় এক চ্যালেঞ্জের ঘ্রাণ পাচ্ছেন সাবেক অধিনায়ক সুজন।
বেক্সিমকো গ্রুপ ছেড়ে দেওয়ার পর বিপিএলে ঢাকার কোন শক্তিশালী কিংবা থিতু ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাচ্ছে না। আগের বছর ঢাকা ডমিনেটর্স নামে যে দল খেলেছিলো তারা ছিলো পারফরম্যান্সের তলানিতে। এবার দুর্দান্ত ঢাকাতেও তেমন বড় কোন তারকা নেই।
জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন কেবল তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখরা আছেন বটে। বিদেশিদের মধ্যে বড় তারকা তেমন কেউ নেই। চতুরঙ্গ ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমা, সাইম আইয়ুবরা আন্তর্জাতিক অঙ্গনে তেমন বড় কোন নাম নন।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে সুজন জানান এবার আন্ডরডগ থাকাই তার চ্যালেঞ্জ, 'অবশ্যই, আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ (আন্ডারডগ দল নিয়ে বাজিমাত করা)। সবাই আমাদের কাগজে কলমে যদি বলে তাহলে ছয়-সাত নম্বর দলই বলবে। সেই হিসেবে আমি কোন মনে কিছু নেই না। কারণ ছয়-সাত নম্বর দল হিসেবে আমাদের হারানোর কিছু থাকবে না। আমরা যেটাই করব সেটাই পাওয়া হবে। এমন না যে সামর্থ্য নাই। সামর্থ্য ঠিকই আছে হয়ত বড় নাম নেই। কাগজে কলমে বিশ্বাস করি না। কাগজে কলমে হয়তবা আন্তর্জাতিক মানের বড় খেলোয়াড় নিতে পারিনি। বাজেট হয়ত এত বেশি না। এতে আমি বিচলত নই। কারণ সংক্ষিপ্ত সংস্করণের খেলায় যেকোনো কিছু হতে পারে। তিন-চার জন ভালো পারফরম্যান্স করলেই হবে।'
আন্ডারডগ তকমা মেনে নিলেও নিজের দল পর্যালোচনায় বেশ ভালো রসদই পাচ্ছেন সুজন, 'দেশ সেরা দুটো পেসার আমার দলে, এটা আমার জন্য বড় শান্তির ব্যাপার। তাসকিন-শরিফুল যদি তাদের সেরা ফর্মে থাকে যেকোনো দলের জন্য কঠিন। স্পিনারও ভালো আছে। আরাফাত সানি অনেক দিন যাবত ভালো খেলছে। চতুরঙ্গা ডি সিলভা আসবে, ওর ঢাকার মাঠে অভিজ্ঞতা আছে অনেক। ব্যাটিংয়ে নাঈম শেখ কিংবা সাইফ বা বিদেশ থেকে যে গুনথিলেকা, ডিকভেলা যারাই আসবে, সাইম আইয়ুবও দুই ম্যাচ পরে চলে আসবে। ব্যাটিং এত খারাপ লাগবে না দেখতে যতটা এখন মনে হচ্ছে। মুখে বললে হবে না মাঠে প্রয়োগ করতে হবে।'
বাজিমাত করার স্বপ্ন থাকলেও শুরুতেই ট্রফি দিকে নয়, সুজনের চোখ প্লে অফ রাউন্ডে, 'যখনই যে দল করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই তো থাকে। তবে বাস্তবতার ভিত্তিতে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নকআউটে যাওয়া। চ্যাম্পিয়ন তো একটা ভাগ্য লাগে।'
বিপিএলে এবার উদ্বোধনী ম্যাচেই নামবে দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Comments