নৈশপ্রহরী থেকে ক্রিকেটে আসা শামারের অভিষেকে পাঁচ উইকেট
দেড় বছর আগেও একটি সিকিউরিটি সংস্থায় নৈশপ্রহরীর চাকরি করতেন শামার জোসেফ। জীবন কি অদ্ভুত! নাটকীয় পালাবদলে সেই তিনি এখন টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ার মতন প্রতিপক্ষের বিপক্ষে নিয়ে নিলেন পাঁচ উইকেট। তার পাঁচ শিকারের পরও অবশ্য অ্যাডিলেডে লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ১৮৮ রানের জবাবে ২৮৩ রানে অলআউট হয়েছে অজিরা। অজিদের ইনিংস মুড়ে ৯৪ রানে পাঁচ উইকেট নেন ডানহাতি পেসার শামার।
গায়ানার প্রত্যন্ত গ্রাম বারাকারা থেকে ভীষণ প্রতিকূলতা সয়ে উঠে আসা শামার মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর অভিজ্ঞতা নিয়ে নামেন টেস্টে।
এগারো নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি। পরে বল হাতেও শুরুতেই দেখান ঝলক। নিজের প্রথম বলেই আউট করে দেন স্টিভেন স্মিথের মতন ব্যাটারকে। প্রথম দিনে ফেরান মারশান লাবুশানেকেও।
দ্বিতীয় দিনে নেমে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে সাফল্য পাইয়ে দেন তিনিই। আউট করেন ক্যামেরন গ্রিনকে। এরপর ট্রেভিস হেডের ব্যাটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
জাস্টিন গ্রেইভস, আলজেরি জোসেফ, কেমার রোচরাও চেপে ধরলে অজিরা আরেক প্রান্তে উইকেট হারাচ্ছিল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন হেড। তাতে ৯৫ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য ভোগান্তি চলছে ওয়েস্ট ইন্ডিজের ১ রানেই ২ ওপেনারকে হারিয়ে ফেলে তারা। জশ হ্যাজেলউডের বলে ফেরেন দুজনেই। তিনে নামা ক্রিক ম্যাকেঞ্জি প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি। ৩৫ বলে ২৬ করে তাকে ফেরান ক্যামেরন গ্রিন হ্যাজেলউড পরে তুলে নেন আলিক আথানজে ও কেভাম হজকেও। থিতু থাকা জাস্টিন গ্রেইভসকে আউট করেন ন্যাথান লায়ন। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে থাকা অবস্থায় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
Comments