অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টইনে শনিবার কন্ডিশন অনুযায়ী রান তাড়া আর্দশ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
bangladesh under 19

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে   আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টইনে শনিবার কন্ডিশন অনুযায়ী রান তাড়া আর্দশ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

এবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাশা বাড়িয়েছে বাংলদেশ দল। এই তরুণদের কাছ থেকে বিশ্বকাপেও বড় পারফরম্যান্স আশা করা হচ্ছে। ২০২০ সালে প্রথমবারের মতন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আরও একবার এই ট্রফি জেতার স্বপ্ন দেখা হচ্ছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:  আশিকুর রহমান শিবলি,  জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাতদৌলা বর্ষণ, মারুফ মৃধা, ইকবাল হোসেইন ইমন।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশের খান, উদয় শাহরান (অধিনায়ক), প্রিয়াংশু মলিয়া, শচিন দাস, মুরগান অভিষেক, আরভেলি অবিনেষ, রাজ লিম্বানি, সামি পান্ডে, নামান তিওয়ারি।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago