বাংলাদেশের ক্রিকেটের মান এখন অনেক ‘মজবুত’ দেখছেন হোয়াটমোর

Dav Whatmore

দুই দশক আগে সেই ২০০২ সালে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন ডেভ হোয়াটমোর। ২০০৭ বিশ্বকাপে তার অধীনেই দারুণ আলো ঝলমলে পারফর্ম করে বাংলাদেশ। তিনি চলে যাওয়ারও ১৬ বছর পেরিয়ে গেছে। বড় এই সময়ে বাংলাদেশের ক্রিকেট অনেকটাই এগিয়েছে, দাঁড়িয়ে আছে শক্ত ভিতের উপর, এমনই মত তার।

বাংলাদেশের সাবেক এই কোচ বিপিএলে ফরচুন বরিশালের মেন্টর হিসেবে কাজ করছেন। পুরনো আঙিনায় ফিরে অনেক কিছুই নতুন লাগছে তার। এখানকার ক্রিকেটের সামগ্রিক উন্নতিতে বেশ মুগ্ধ তিনি।

মঙ্গলবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারে হোয়াটমোরের বরিশাল। এরপর সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান। তার ফেলা যাওয়া বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের ক্রিকেটের তফাৎ নিয়ে জানতে চাইলে চলমান সময়কেই অনেক বেশি এগিয়ে রাখলেন,   'দর্শকের খুব একটা বদল নেই, তারা সব সময়ই উন্মাদীয়। কিন্তু ক্রিকেটের মান এখন মজবুত হয়েছে। শারীরিকভাবে (খেলোয়াড়দের ফিটনেস) শক্তিশালী হয়েছে, প্রতিভার দিক থেকে শক্তিশালী হয়েছে। অনেক গভীরতা বেড়েছে। গতকাল যে দলের বিপক্ষে খেললাম দেখলাম তরুণরা দেখিয়েছে তারা ঠিক পথে আছে।  ডেভোলাপমেন্ট প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটাকে টুপিখোলা অভিনন্দন দিতে হয়। আমার মনে হয় এটা কাজ করছে।'

যে দলের মেন্টর হিসেবে এসেছেন বিপিএলে সেই দলের অবস্থা খুব একটা সুবিধার নয়। তিন ম্যাচের দুটোতেই হেরেছে তারা। তবে হোয়াটমোর মনে করেন কেবলই টুর্নামেন্টের শুরু। সামনে অনেক কিছু দেখা যাবে। এখনই বিচার করার সময় আসেনি কিছু।

Comments

The Daily Star  | English

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

10h ago