বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে পোপের দারুণ সেঞ্চুরি

শনিবার হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ১২৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩১৬ রান। পোপ অপরাজিত আছেন ১৪৮ রানে।
ollie pope
ছবি: বিসিসিআই

এক পাশে উইকেট পতনের মাঝে ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়ছেন অলি পোপ। দারুণ এক সেঞ্চুরিতে প্রথম টেস্টে ব্যাকফুটে থাকা অবস্থায় ইংল্যান্ডকে খেলায় রেখেছেন তিনি।

শনিবার হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে ১২৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩১৬ রান। পোপ অপরাজিত আছেন ১৪৮ রানে।

ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারতের ইনিংস থামে ৪৩৬ রানে। ১৯০ রানে পিছিয়ে থেকে ভালো শুরুর পর পথ হারিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে বাকিদের ব্যর্থতার দিনে নিজেকে আলাদা করে চেনান পোপ।

জ্যাক ক্রলি-বেন ডাকেট মিলে ৪৫ আনার পর রবীচন্দ্রন অশ্বিনের বলে ৩৩ বলে ৩১ করে ফেরেন ক্রলি। আরেক ওপেনার ডাকেটও ছিলেন ছন্দে। রান আনছিলেন ওয়ানডে গতিতে।

ডাকেটকে নিয়ে তৃতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন পোপ। ফিফটির কাছে গিয়ে জাসপ্রিট বুমরাহর শিকার হন ডাকেট। এরপর জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস ফেরেন পর পর। অশ্বিন-বুমরাহর সঙ্গে উইকেট নেওয়ায় যোগ দেন রবীন্দ্র জাদেজা।

ক্রমেই একা হতে থাকা পোপ ৬ষ্ঠ উইকেটে গিয়ে পান বেন ফোকসকে। দুজনে মিলে আনেন ১১২ রানের জুটি। ৩৪ করা ফোকস আকসার প্যাটেলের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর রেহান আহমেদকে নিয়ে দিনের বাকি সময় পার করেন দেন পোপ। ৭ম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে ইংল্যান্ডের আশা বাড়াচ্ছেন তারা।

২০৮ বলের ইনিংসে ১৭ রানে ১৪৮ করা পোপই মূলত ভরসা। ভারকে দুইশোর বেশি লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জমেও যেতে পারে।

Comments

The Daily Star  | English

Trade, commerce resume with Bangladesh: New Delhi

Indian High Commissioner to Bangladesh Pranay Verma made the statement when he called on Chief Adviser Professor Muhammad Yunus

15m ago