পিঠের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তাসকিন 

যদিও ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও দলের প্রতিনিধি শরিফুল ইসলাম জানিয়েছেন, সুস্থ আছেন তাসকিন। পিঠে অস্বস্তি বোধ করায় স্রেফ সতর্কতার অংশ হিসেবে নামেননি তিনি। 
Taskin Ahmed

দুই ওভার বল করে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে  বাইরে চলে যান তাসকিন আহমেদ। তার ঘাটতি মেটাতে আলাউদ্দিন বাবুকে দিয়ে বল করিয়ে বিপাকে পড়ে দুর্দান্ত ঢাকা। পরে ব্যাট করতেও নামেননি তাসকিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তার কি হলো?

যদিও ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও দলের প্রতিনিধি শরিফুল ইসলাম জানিয়েছেন, সুস্থ আছেন তাসকিন। পিঠে অস্বস্তি বোধ করায় স্রেফ সতর্কতার অংশ হিসেবে নামেননি তিনি। 

শনিবার বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হারে ঢাকা। আগে ব্যাট করে রংপুর তুলে ১৮৩ রান। মাঝে ও স্লগ ওভারে বেশ কিছু রান বেরিয়ে যায় তাদের বোলিংয়ে। আলাউদ্দিন ৪ ওভার করে দেন ৪৩ রান। 

রান তাড়ায় আদর্শ অ্যাপ্রোচ দেখাতে পারেনি দুর্দান্ত ঢাকা। টেনেটুনে একশো পেরিয়ে থেমেছে তাদের ইনিংস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে অধিনায়ক মোসাদ্দেক জানান, তাসকিনকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি তারা, এমনিতে পরের ম্যাচ খেলার মতন অবস্থায় আছেন ডানহাতি পেসার। 

পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি শরিফুল জানান, পিঠে স্বস্তিবোধ না করায় বেরিয়ে যান তাসকিন, তবে চোট গুরুতর নয়, 'তাসকিন ভাইয়ের পিঠে হালকা অস্বস্তি লাগছিল। সে জন্য (দুই ওভার পর) বোলিং করেননি, ব্যাটিংয়ে নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাকে নিয়ে, আশা করছি পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।' 

বেশ কিছুদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তাসকিন। বিশ্বকাপের পর এই পেসার চলে যান বিশ্রামে। তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে কোন সিরিজে রাখা হয়নি। বিপিএল দিয়ে খেলায় ফিরলেও ফের চোট শঙ্কা দিচ্ছে। 
 

Comments