স্মরণীয় অভিষেকে রেকর্ড বইয়ে মোরেকি

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ও সব মিলিয়ে ইতিহাসের ২৪তম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।
ছবি: এএফপি

ম্যাচের দ্বিতীয় আর ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে এলবিডব্লিউয়ের আবেদন তুললেন শেপো মোরেকি। আম্পায়ার তাতে সাড়া দিলে উদযাপনে মেতে ওঠা দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার জায়গা করে নিলেন রেকর্ড বইতেও। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় নাম লেখালেন তিনি।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনে দারুণ একটি কীর্তির ভাগীদার হলেন মোরেকি। দক্ষিণ আফ্রিকার চতুর্থ ও সব মিলিয়ে ইতিহাসের ২৪তম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। ৩০ বছর বয়সী খেলোয়াড়ের শিকার হন ডেভন কনওয়ে। ২ বল খেলে ১ রান আসে বাঁহাতি কিউই ওপেনারের ব্যাট থেকে।

জাতীয় দলের নিয়মিতদের সবাই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর এসএ টি-টোয়েন্টিতে ব্যস্ত। সেকারণে অনভিজ্ঞ দল নিয়ে এই সফরের জন্য দল সাজিয়েছে প্রোটিয়ারা। এদিন অধিনায়ক নিল ব্র্যান্ডসহ তাদের মোট ছয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। তাদের মধ্যে আছেন মেরোকি। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামার আগে ৯৩টি প্রথম শ্রেণি, ৬৭টি লিস্ট 'এ' ও ৪৩টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

গত মাসেই একই অর্জনে ভাগ বসিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার শামার জোসেফ। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে অ্যাডিলেড টেস্টে নিজের প্রথম বলেই সাজঘরে পাঠিয়েছিলেন স্টিভেন স্মিথকে। ১৪১ বছর আগে সবার আগে এই নজির স্থাপন করেছিলেন অস্ট্রেলিয়ার টম হোরান। তিনি ১৮৮৩ সালে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে আউট করেছিলেন না। তবে সেটা তার অভিষেক টেস্ট ছিল না।

১৪৬ বছর পেরিয়ে যাওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই বছরে দুজন বোলার ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিলেন। আগের দুটি ঘটনা ছিল ১৯০৬ ও ২০১১ সালের।

১৯০৬ সালে জোহানেসবার্গে একই টেস্টে দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার ও ইংল্যান্ডের জ্যাক ক্রফোর্ড প্রথম বলে উইকেট নিয়েছিলেন। এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে গল টেস্টে অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন এই কীর্তি গড়েন। তিনি আউট করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। একই মাসে কলম্বো টেস্টে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের উইকেট নিয়ে এই তালিকায় স্থান করে নেন শ্রীলঙ্কার শামিন্ডা এরাঙ্গা।

মোরেকির উচ্ছ্বাস দিনের শেষ পর্যন্ত অবশ্য টিকে থাকেনি। কেইন উইলিয়ামসন আর রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে নিউজিল্যান্ড আছে শক্ত অবস্থানে। প্রথম দিনে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৫৮ রান। মোরেকি ২২ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৮১ রান। কনওয়েকে বিদায়ের পর আর কোনো উইকেট পাননি তিনি।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago