নকআউট পর্বের স্বপ্ন দেখছে সেই সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম পাঁচটি ম্যাচে টানা হেরেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। সেই দলটিই কি-না শেষ চার ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে তিনটিতে। তাতে এখনও টুর্নামেন্টে টিকে আছে দলটি। শেষ তিনটি ম্যাচ জয় পেলে কিংবা অন্তত দুটি জয় পেলে মিলতেও পারে নক আউট পর্বের টিকিট। সেই স্বপ্নে বিভোর দলের আইরিশ তারকা হ্যারি ট্যাক্টর।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্যাক্টরের অসাধারণ ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। খুলনার ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই পৌঁছে যায় তারা। ওপেনিংয়ে নেমে ১৮ ওভার পর্যন্ত ব্যাটিং করে ৬১ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে আউট হন ট্যাক্টর। এরপর ঝড় তুলে ম্যাচের সমাপ্তি টানেন রায়ান বার্ল।

এই জয়ে নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনও ছয় নম্বরেই রয়েছে সিলেট। তবে অন্য দলগুলো খুব বেশি এগিয়ে যেতে পারেনি। তাদের সমান ৬ পয়েন্ট বরিশালেরও। যদিও দুটি ম্যাচ কম খেলেছে তারা। তিন ও চার নম্বরে থাকা কুমিল্লা ভিক্টরিয়ান্স ও খুলনা টাইগার্সের সংগ্রহ সমান ৮ পয়েন্ট করে। শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।

যে কারণে নকআউট পর্বে ওঠার রোমাঞ্চ এখনও টের পাচ্ছেন ট্যাক্টর, 'হ্যাঁ, নিশ্চিতভাবেই আমরা এক সপ্তাহ আগে যেখানে ছিলাম তারচেয়ে এখন ভালো জায়গায় আছি। মনে হচ্ছে আমরা আমাদের দিকে কিছুটা মোমেন্টাম পেয়েছি। যদি তিনটি জয় না আসে, সম্ভবত এখনও আমাদের অন্তত দুটি (জয়) পেতে হবে। এটা এখনও সম্ভাবনার সীমার বাইরে নয়। তাই, বেশ রোমাঞ্চিত।'

আসরে প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। পাওয়ারপ্লেতেই একাধিক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ত সিলেট। যার থেকে আর উতরে উঠতে পারতো না তারা। এদিন ওপেনিং জুটিতে বদল এনে সাফল্য পায় দলটি। পাওয়ারপ্লেতে এদিন একটি উইকেট হারায়। ফলে শেষ দিকে উইকেট হাতে থাকায় কাজটা সহজ হয়ে যায় তাদের।

টুর্নামেন্টের বাকি সময়েই এই ধারাবাহিকতাই চান ট্যাক্টর, 'পাওয়ারপ্লে (উইকেট কম হারানো) নিশ্চিত করতে হবে এবং আমি নিশ্চিত নই যে আমি এই কাজের জন্য (সঠিক) লোক কিনা। (পাওয়ার প্লেতে ব্যাটিং) এটা বেশ কঠিন লেগেছে। তবে আমরা চেষ্টা করছি, যেমনটা আমি বলেছি, পাওয়ারপ্লেতে তিন বা চার উইকেট না পড়ার দিকে মনোযোগ করা।'

'পাওয়ারপ্লেতে আমাদের অনেকবারই তিন বা চার উইকেট হারিয়ে আমরা ম্যাচ হাতছাড়া করেছি। ছয় বা সাত ওভারের মধ্যে তিন বা চারটি উইকেট হারিয়ে জেতা কঠিন। এমনকি পাঁচ উইকেটও হারিয়েছি। তাই আমরা সংশোধন করার চেষ্টা করছি। আমরা কয়েকটি ভিন্ন ওপেনিং কম্বিনেশন করেছি, আমার মনে হয় আজ ভালো ছিল। পাওয়ারপ্লেতে একটি উইকেট হারিয়েছি এবং এটা কিছুটা বেশি সুযোগ দেয় শেষ দিকে উইকেট হাতে রেখে শক্তিশালী হয়ে আসার,' যোগ করেন এই আইরিশ অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English

US strikes on Iran: what you need to know

Trump said the United States struck three main Iranian nuclear sites: Fordo, Natanz and Isfahan, with the former being hit with a "full payload of bombs."

1h ago