'টেস্ট খেলবেন?' এমন প্রশ্ন শুনেই বিরক্তি সাকিবের

Shakib Al Hasan
ফাইল ছবি: একুশ তাপাদার/স্টার

বিপিএল শেষ হতে না হতেই আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। তাই এই ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝেও আলোচনা সেই সিরিজ নিয়ে। গুঞ্জন রয়েছে এই সিরিজে টেস্ট ম্যাচ নাও থাকতে পারেন সাকিব আল হাসান। আর এই গুঞ্জনের বিষয়টি তাকে জানালে বিরক্তি প্রকাশ করেন এই তারকা অলরাউন্ডার।

শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে শুরুতেই তাকে প্রশ্ন করা হয়, 'আপনি কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন'। এমন প্রশ্নে কিছুটা ক্ষেপে যান টাইগার অধিনায়ক। পাল্টা প্রশ্ন করেন সেই সাংবাদিককে, 'কে বলছে আপনাকে?'

এরপর গুঞ্জনের বিষয়টি নিয়ে প্রশ্ন করায় ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, 'গুঞ্জন গুঞ্জন থাকতে দেন। আর না হলে আপনি খুঁজে বের করেন কে বলছে। তাকে জিজ্ঞাসা করেন। আমি কী বলছি কাউকে? তো আমি কী বলেছি কখনও আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এই রকম কিছু?'

ভারতের অনুষ্ঠিত বিশ্বকাপে চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব। এরপর খেলেননি নিউজিল্যান্ড সিরিজেও। বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। তাও খেলছেন চোখের সমস্যা নিয়ে। এক্সট্রাফভয়াল সিএসআরে ভুগছেন। তবে জাতীয় দলে কবে ফিরবেন সাকিব নিজেও তা নিশ্চিত করতে পারেননি। বিসিবিও এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি কিছুই।

যে কারণে বিরক্তি উগ্লে দিয়েছেন সাকিব, 'কোথা থেকে শুনেছেন? তাহলে তাকেই আপনি জিজ্ঞাসা করেন। আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। যার কাছ থেকে শুনছেন তাকে জিজ্ঞাসা করেন। আমি যদি বলতাম, আমি খেলতে চাই অথবা খেলতে চাই না, তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। এই প্রশ্নের যার কাছ থেকে আপনি উত্তরটা শুনেছেন বা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞাসা করেন। সে ভালো বলতে পারবে।'

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago