এসএ টি-টোয়েন্টিতে ফের চ্যাম্পিয়ন সানরাইজার্স
জর্ডান হেরমেন, টম অ্যাবেল, এইডেন মার্কাম, ট্রিস্টিয়ান স্টাবসদের ঝড়ে দুইশো ছাড়ানো পুঁজি পেল সানরাইজার্স ইস্টার্ন কেপ। জবাবে ড্যানিয়েল ওরেল আর মার্কো ইয়ানসেনের পেসে তোপে বিধ্বস্ত হয়ে গেল ডারবান সুপার জায়ান্টস। বিশাল জয়ে দক্ষিণ আফ্রিকার ফ্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হলো সানরাইজার্স।
গতবছর এসএ টি-টোয়েন্টির প্রথম আসরেই শিরোপা জিতেছিল সানরাইজার্স। এবার তারা দেখাল আরও দাপট। ডারবানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারায় মার্করামের দল।
আগে ব্যাট করে দুই ফিফটির সঙ্গে আরও দুই ঝড়ো ইনিংসে ২০৪ রান তোলে সানরাইজার্স ইস্টার্ন কেপ। জবাবে কোন তাল পায়নি ডারবান। গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে। অজি পেসার ওরেল ১৫ রানে নেন ২ উইকেট। তবে প্রথম চেঞ্জে এসে আসল কাজ করেছেন ইয়ানসেন। বাঁহাতি পেসার ৩০ রানে পান ৫ উইকেট।
Comments