মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই
অনুশীলনে বলের আঘাত মাথায় চোট পাওয়া মোস্তাফিজুর রহমানকে নিয়ে স্বস্তির খবর দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিটি স্ক্যান রিপোর্টে তার মাথায় কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি।
দলের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, একটি বল এসে মাথায় আঘাত করার পর মোস্তাফিজের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে ব্যান্ডেজ দেওয়া হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান রিপোর্টে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি। মূলত মাথায় আঘাতের ক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হলেই থাকে চিন্তা।
মাথা ফেটে যাওয়ায় সেখানে সেলাই দেওয়া হয়েছে। যেহেতু মাথায় আঘাত কাজেই মোস্তাফিজকে আগামী কয়েকঘন্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
আজ (রোববার) সকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথু ফর্ড। এই সময় মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফর্ডের মারা শট এসে লাগে মোস্তাফিজের মাথার বাম পাশের পেছনের অংশে। এই সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়।
Comments