বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন বাশার

Habibul Bashar Sumon

নতুন নির্বাচক কমিটি ঘোষণার দিনই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগের দুই নির্বাচককে হারাতে চান না তারা। মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে কোন একভাবে বিসিবিতেই রেখে দেওয়া হবে। সেটাই হলো। সাবেক অধিনায়ক হাবিবুলকে নারী বিভাগের পরিচালনা কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিফুল আলম চৌধুরী নাদেল এই তথ্য দিয়েছেন। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে বাশারকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেন নাদেল। এ সময় উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২০১৬ সাল থেকে জাতীয় পুরুষ দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন বাশার। চলতি বছরে এসে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

নতুন প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু আর হান্নান সরকারকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগের নির্বাচক আব্দুর রাজ্জাককে রেখে দেওয়া হয়। জানা গেছে, সদ্য সাবেক প্রধান নির্বাচককে টুর্নামেন্ট কমিটিতে একটু গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।

চলতি বছর বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর জুড়ে মেয়েদের অনেক খেলাও আছে। বাশারের জন্য তাই কাজের ক্ষেত্র বিস্তর।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago