সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ তানজিদের, দলের জয় ভাষা শহীদদের

'দলের সবার সঙ্গে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।'

দুর্দান্ত এক সেঞ্চুরি করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্লে-অফে তুলেছেন তানজিদ হাসান তামিম। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই, এবারের আসরের সর্বোচ্চ ইনিংসটাও এখন এই ওপেনারের। আর এই সেঞ্চুরিটা নিজের ভাগ্নেকে উৎসর্গ করেছেন তিনি। আর দলের জয় সতীর্থরা সবাই মিলে উৎসর্গ করেছেন ভাষা শহীদদের।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের ছুঁড়ে দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় সবকটি উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি খুলনা। ফলে খুলনাকে বড় অনিশ্চয়তায় ফেলে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে চট্টগ্রাম।

প্লে-অফ নিশ্চিত করা এই জয় নিয়ে তানজিদ বললেন, 'প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবার সঙ্গে কথা হয়েছে সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।'

দলের জয় ভাষা শহীদদের উৎসর্গ করায় সম্পূরক প্রশ্ন উঠে আসে তার সেঞ্চুরির বিষয়টিও। এদিন ৬৫ বলে তানজিদ খেলেন ১১৬ রানের ইনিংস। ৫৮ বলে তিন অঙ্ক স্পর্শ করা এই ওপেনার এই ইনিংসটি সাজাতে মেরেছেন সমান ৮টি করে চার ও ছক্কা।

নিজের ভাগ্নেকে সেঞ্চুরি উৎসর্গ করে এই তরুণ ওপেনার বললেন, 'আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।'

এবারের আসরে আরও দুটি ফিফটি পেয়েছিলেন। এছাড়াও বেশ কিছু ম্যাচে ভালো সূচনা পেয়েছিলেন। তবে এদিনই প্রথম দেখেছেন তিন অঙ্কের দেখা। নিজের সেঞ্চুরি নিয়ে তানজিদ বললেন, 'আমি কখনও এইভাবে চিন্তা করি নাই (সেঞ্চুরির প্রত্যাশা)। আমি আগে যা করছিলাম সেট হয়ে আউট হয়ে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম যে ভালো শুরু করার পর সেখান থেকে ক্যারি করব। এটাই চেষ্টা করছি আজকে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago