নিজের বিয়ের খবর দিয়ে নিজেই তালি দিলেন মিলার

আইপিএলের আগেই বিয়ে করছেন জানিয়ে তালি দিয়ে উঠলেন ডেভিড মিলার, খুশির এই খবরে খনিকের জন্য পেশাদারিত্ব সরিয়ে তাকে অভিনন্দিত করে তালি দিলেন সাংবাদিকরাও।
David Miller
নিজের বিয়ের খবর দিয়ে তালি দিচ্ছেন মিলার। ছবি: ফিরোজ আহমেদ

আইপিএলের আগেই বিয়ে করছেন জানিয়ে তালি দিয়ে উঠলেন ডেভিড মিলার, খুশির এই খবরে খনিকের জন্য পেশাদারিত্ব সরিয়ে তাকে অভিনন্দিত করে তালি দিলেন সাংবাদিকরাও। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা দক্ষিণ আফ্রিকান বিস্ফোরক ব্যাটার রোববার থাকলেন আলোচনার কেন্দ্রে।

প্লে অফে উঠলে মিলারকে নিয়ে আসার পরিকল্পনা আগেই করে রাখে বরিশাল। শনিবার ঢাকায় নেমে রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসেন তিনি।

গত ৭ ফেব্রুয়ারি নিজেদের ঘরোয়া আসর এসএ টি-টোয়েন্টি শেষ করার পর নিজের বিয়ে ছিলেন ব্যস্ততায়। ঢাকায় আসার আগে তাই বিপিএলের ম্যাচ দেখা হয়নি তার। এখানকার উইকেট কেমন আচরণ করে সেই ধারণাও করতে পারেননি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজে থেকেই দিলেন বিয়ের খবর, 'বিয়ে করবো। অনেক কিছু ম্যানেজ করার ব্যাপার ছিল। তবে আমি ক্রিকইনফোতে সবসময়ই খোঁজ রেখেছি, পয়েন্ট তালিকা দেখেছি, দল কি করছে সে ব্যাপারে নিজেকে আপডেট রেখেছি। তবে টিভিতে খেলা দেখা হয়নি।'

David Miller

পরে আইপিএলের আগেই বিয়ে করবেন সেই কথা বলে তালি দিয়ে উঠেন মিলার। তাকে অভিনন্দন জানান উপস্থিত সকলে। গতবারের মতন এবারও গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন আইপিএল। ভারতে নিজের স্ত্রীকে নিয়েও যাবেন বলে জানান তিনি।

মিলারকে বরিশাল পেয়েছে মূলত প্লে অফের জন্য। এলিমিনেটরে জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারেও খেলবেন বাঁহাতি ব্যাটার। তবে দল ফাইনালে উঠলে বিয়ের ব্যস্ততার কারণেই আর থাকতে পারবেন না তিনি। আগামী ৯ মার্চ দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করতে যাচ্ছেন ৩৪ পেরুনো ব্যাটার।

Comments