ধর্মশালায় ফিরছেন বুমরাহ, বাদ রাহুল

Jasprit Bumrah
ছবি: সংগৃহীত

রাঁচি টেস্টে বিশ্রাম পেয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। বিশ্রাম শেষে ফের টেস্ট দলে ফিরেছেন এই পেসার। তবে চোট কাটিয়ে উঠতে না পাড়ায় শেষ পর্যন্ত বাদ পড়েছেন লোকেশ রাহুল। এছাড়া রঞ্জি ট্রফিতে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।

ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার শেষ টেস্ট ম্যাচটি। এখনও সপ্তাহ খানেক বাকি থাকলেও রাহুলকে বাদই দিয়ে দিয়েছেন বিসিসিআই। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, সুস্থতার উপরই নির্ভর করবে রাহুল খেলতে পারবেন কি না। কিন্তু সুস্থ হতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'রাহুলের উপর নজর রেখেছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। লন্ডনে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যদি বাড়তি কোনও চিকিৎসা দরকার হয় সেটা দেওয়া হবে রাহুলকে।'

তবে রাহুল বাদ পড়লেও শেষ টেস্টে ফিরছেন বুমরাহ। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তার পরিবর্তে অভিষেক হয়েছিল আকাশ দিপের। আর সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ। প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে পান ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য তাকে দিয়ে বল করাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বুমরাহর ফেরায় তাই বাদ পড়তে পারেন আকাশ।

এদিকে শেষ টেস্টের আগে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওয়াশিংটনকে। প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা না থাকায় রঞ্জিতে তামিনলাড়ুর হয়ে সেমিফাইনাল খেলতে পাঠানো হয়েছে তাকে। আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে রঞ্জির সেমিফাইনাল। তবে প্রয়োজন হলে পরে ডেকে পাঠানো হতে পারে তাকে।

পঞ্চম টেস্টে ভারতীয় দল: রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুবমান গিল, রজত পাতিদার, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, যশপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শ্রীকর ভরত, দেবদূত পাড়িক্কাল, আকসার প্যাটেল, মুকেশ কুমার ও আকাশ দিপ।

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago