ওয়েলিংটনে লায়নের তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড

Nathan Lyon

খেলা নিউজিল্যান্ডের মাঠে হলেও স্পিনাররা হয়ে উঠলেন বড় প্রভাবক। ওয়েলিংটনের স্পিন বান্ধব উইকেটে বিশাল লক্ষ্যে নেমে ন্যাথান লায়নের ঘূর্ণিতে খাবি খেল কিউইরা।

রোববার ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই হয়ে গেছে ম্যাচের ফয়সালা। নিউজিল্যান্ডকে ১৭২ রানে হারিয়ে দুই টেস্ট সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

৩৬৯ রানের লক্ষ্যে নেমে স্বাগতিক দল গুটিয়ে যায় ১৯৬ রানে। ৬৫ রানে ৬ উইকেট নিয়ে কিউইদের হন্তারক অফ স্পিনার লায়ন। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচে কিংবদন্তি অজি স্পিনারের ১০ উইকেট হয়ে গেছে। তবে তাও তিনি নন, ম্যাচ সেরা হয়েছেন ক্যামেরন গ্রিন। প্রথম ইনিংসে দলের প্রবল চাপে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন গ্রিন, দ্বিতীয় ইনিংসেও ৭৪ রান করে রাখেন অবদান। এছাড়া বল হাতেও ১ উইকেট আছে তার।

আগের দিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে নেমে ৬ ওভার পরই জোড়া উইকেট হারায় তারা।  রাচীন রভীন্দ্রকে হারায় কিউইরা। ১০৫ বলে ৫৯ করা বাঁহাতি ব্যাটার বোল্ড হয়ে যান লায়নের বলে। দুই বল পর টম ব্ল্যান্ডেল দেন ক্যাচ। লায়নের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন গ্লেন ফিলিপস।

ড্যারেল মিচেল এক প্রান্তে দেখতে থাকেন উইকেট পতন। স্কট কুগলেহেইনের সঙ্গে খানিকক্ষণ প্রতিরোধ গড়লেও খুব একটা আগাতে পারেননি। দেড়শো ছাড়ানোর পর ২৮ বলে ২৬ করা কুগলেহেইন ফেরেন গ্রিনের বলে।

এরপর ম্যাট হেনরি, টিম সাউদিরা ছোট ছোট জুটিতে কিছুটা সময় সঙ্গ দেন মিচেলকে। তবু দুইশো ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে জশ হ্যাজেলউডের বলে আউট হন মিচেল।

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

9h ago