বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন শ্রীলঙ্কান কোচ
সংস্করণ যেটাই হোক শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ লড়াই হয় বাংলাদেশের। নানা কারণে দুই দলের মধ্যে একটা রাইভালিও তৈরি হয়েছে। ফলে কেউই কাউকে ছেড়ে কথা বলে না। সেখানে বাংলাদেশের মাঠে সিরিজ খেলতে এসে নিজেদেরকে ফেভারিট মানছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড।
আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে এই মাঠে। ৬ ও ৯ মার্চ মাঠে গড়াবে ম্যাচদুটি।
অথচ বিপিএল শেষ হয়েছে দুই দিনও এখনও হয়নি। এরমধ্যেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তাও প্রথমেই টি-টোয়েন্টি সিরিজ। লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে থাকায় স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এতো কিছুর পরও নিজেদেরকে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার কোচ।
আজ রোববার (৩ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, 'প্রথমত, আমি আশা করছি দুই দলের মধ্যে খুব প্রতিযোগিতামূলক সিরিজ হবে। অতীতে যা হয়েছে সেটা ইতিহাস, এখন তা চলে গেছে। আমাদের যা করতে হবে তা হল আমাদের সামনে যা আছে তার উপর মনোনিবেশ করা।... দুই পাশেই কিছু বিপজ্জনক খেলোয়াড় আছে। তাই আমি মনে করি দারুণ মজা হবে।'
তবে ফেভারিট কারা জানতে চাইলে নিজেদেরই এগিয়ে রাখেন এই কোচ, 'অবশ্যই আমি বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে আমি আগেই বলেছি, দুটি দলই ভালো যারা এই সিরিজ জেতার জন্য চেষ্টা করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আগেই বলেছি, আমি আশা করছি এটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।'
Comments