২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। এরমধ্যেই চট্টগ্রামে পা রেখেছে দলদুটি। টি-টোয়েন্টির মতো এই সিরিজের খেলা মাঠে বসে দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের। সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।
আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ৩০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে ইস্টার্ন গ্যালারির টিকিটের।
ক্লাব হাউজে বসে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে আরও বেশি। ৫০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে এই গ্যালারীর। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ক্লাব হাউজের দ্বিগুণ। অর্থাৎ এক হাজার টাকা। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ হবে ১৫০০ টাকা।
ম্যাচ শুরুর আগের দিন থেকে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে পাওয়া যাবে টিকিট। সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত।
তবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার থেকেই। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে এই টিকিট।
উল্লেখ্য, আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
Comments