এত শিশির পড়বে চিন্তাই করেনি শ্রীলঙ্কা

বুধবার ম্যাচ হারের পেছনে বড় কারণ হিসেবে শিশিরের সমস্যাকে তুলে ধরেছে সফরকারী দল। তবে সেই সমস্যার কবলে স্বেচ্ছায় পড়েছে তারা। টস জিতে আগে ব্যাটিং নিয়েই রাতের আলোয় বোলারদের চ্যালেঞ্জে ফেলেন কুশল মেন্ডিস।
Mushfiqur Rahim & Najmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

কিউরেটর জাহিদ রেজা বাবু জানালেন ম্যাচের আগের দিনও এত শিশির পড়তে দেখেননি, ম্যাচের দিন মার্চের মাঝামাঝি প্রায় বৃষ্টির মতন শিশির পড়তে দেখে অবাক তিনি নিজেও। স্থানীয়রাই যেখানে হিসেব মেলাতে পারছে না শ্রীলঙ্কার তালগোল পাকানো অবস্থা হবেই। টস জিতে ব্যাটিং নেওয়ার সময় শিশিরের এই সমস্যা কল্পনাও করেনি শ্রীলঙ্কা।

বুধবার ম্যাচ হারের পেছনে বড় কারণ হিসেবে শিশিরের সমস্যাকে তুলে ধরেছে সফরকারী দল। তবে সেই সমস্যার কবলে স্বেচ্ছায় পড়েছে তারা। টস জিতে আগে ব্যাটিং নিয়েই রাতের আলোয় বোলারদের চ্যালেঞ্জে ফেলেন কুশল মেন্ডিস।

ভালো শুরুর পরও ২৫৫ রানে গুটিয়ে লক্ষ্যটাও বড় দিতে পারেনি তারা। বোলিংয়ে সন্ধ্যা বেলা ভালো শুরু পেলেও রাত বাড়ার সঙ্গে শিশির হয়ে উঠে মূল প্রভাবক।  বাংলাদেশের মুশফিকুর রহিমও বলছেন শিশিরের কারণে প্রতিপক্ষের বোলাররা ছিলেন সমস্যায়, সেই সুবিধাই নিতে পেরেছেন তারা।

ম্যাচের শেষ দিকে তো শিশিরের কারণে খেলার দৃশ্যই গ্লাসের ভেতর থেকে দেখা যাচ্ছিলো না। টিভি পর্দাতেও আবছা হয়ে উঠে। 

শ্রীলঙ্কার হয়ে ম্যাচ শেষে কথা বলতে আসেন জেনিত লিয়ানগে। ব্যাটিংয়ে ছয়ে নেমে সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাটে। পরে বলও করেছেন ৫ ওভার। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হওয়ার পর বলছেন, 'আমরা এতটা শিশির প্রত্যাশা করিনি, এই জন্যই টস জিতে ব্যাটিং নিয়েছিলাম।'

'যখন শিশির পড়া শুরু করল বল গ্রিপ করা যাচ্ছিলো না। বোলিং করা কঠিন ছিলো। বাংলাদেশকেও কৃতিত্ব দিতে হয়। শান্ত দুর্দান্ত খেলেছে, মুশফিকও খুব ভালো খেলেছেন।'

শিশিরের প্রভাবের আগে ২৩ রানে ৩ উইকেট ফেলে ম্যাচে দাপট ছিল লঙ্কানদেরই। কিন্তু শিশিরের কারণেই এই মোমেন্টাম ধরে রাখা যায়নি বলে মত জেনিতের, 'আমরা ভালো অবস্থায় ছিলাম, ভেবেছি জেতার সুযোগ আছে। কিন্তু যখন শিশির পড়া শুরু করল বোলারদের বল গ্রিপ করা হয়ে যায় কঠিন।'

শুক্রবার দ্বিতীয় ওয়ানডেও হবে দিবারাত্রীর আলোয়। সেই ম্যাচেও শিশির বড় প্রভাবক হয়ে উঠতে পারে।  

Comments