মাদুশঙ্কার বাংলাদেশ সফর শেষ

ছবি: এএফপি

দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় চোট পান দিলশান মাদুশঙ্কা। তাই মাঠ থেকে উঠে যেতে হয় বাঁহাতি পেসারকে। ওই চোটের কারণে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফরে আর খেলতে পারবেন না তিনি।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদুশঙ্কার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তিনি দেশে ফিরে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

গত শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চোট লাগে মাদুশঙ্কার। ৬.৪ ওভার বোলিংয়ের পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। এর আগে ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন তিনি। পরে এমআরআই পরীক্ষায় তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

২৩ ওয়ানডের ক্যারিয়ারে ২৪.৮৭ গড়ে মাদুশঙ্কার শিকার ৪১ উইকেট। তিনি একবার করে ৪ ও ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলা ৩ ওয়ানডেতে ৭ উইকেট দখল করেছেন তিনি।

আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে লঙ্কানরা।

Comments

The Daily Star  | English

US urges China to keep Iran from shutting key trade route

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago