সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে মিয়ানমারে ইতিহাসগড়া ৯ ফুটবলার

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে আছেন মিয়ানমারে ইতিহাসগড়া বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের নয়জন।
চারটি দল নিয়ে আগামী শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতাটিকে সামনে রেখে বুধবার ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের দল। জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বয়সভিত্তিক এই দলটিরও অধিনায়কের দায়িত্বে থাকছেন। আর কোচের ভূমিকাতে আছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলারই।
কিছুদিন আগে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে স্বাগতিকদের পাশাপাশি বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারায় তারা। ওই দলটির নয়জনকে রাখা হয়েছে অনূর্ধ্ব-২০ দলে।
ডিফেন্ডার আফঈদা ছাড়া বাকিরা হলেন গোলরক্ষক স্বর্ণা রানী ও মিলি আক্তার; ডিফেন্ডার জয়নব বিবি; মিডফিল্ডার মুনকি আক্তার ও স্বপ্না রানী এবং ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, নবীরন খাতুন ও উমেহলা মারমা।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে রয়েছে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। গণমাধ্যমকে অধিনায়ক আফঈদা বলেছেন, 'চেষ্টা করব শিরোপা ধরে রাখতে। কোনো প্রতিপক্ষ দলকে ছোট করে দেখার সুযোগ নেই।'
এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে গত রোববার রাতে দেশে ফেরে জাতীয় দল। সব খেলোয়াড়ের বিশ্রামের সুযোগ অবশ্য মেলেনি। গতকাল মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়তে হয়েছে আফঈদা-স্বপ্নাদের।
ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার স্বাগতিক বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। লিগ পদ্ধতিতে সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ছয় রাউন্ড শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি। খেলা হয়ে থাকে অনূর্ধ্ব-১৮ কিংবা অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২০ পর্যায়ে। আগের পাঁচটি আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
২০১৮, ২০২১ ও ২০২৩ সালে এককভাবে এবং সবশেষে ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু ২০২২ সালের আসরে ভারতের হেরে রানার্সআপ হয়েছিল দলটি।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: স্বর্ণ রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশি খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার
ফরোয়ার্ড: নবীরন খাতুন, উমেহলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, পূজা দাস।
Comments