একদিন হাসপাতালে থাকতে হবে জাকেরকে

Jaker Ali Anik & Anamul Haque Bijoy
ক্যাচ ধরতে গিয়ে চোটে পড়েন জাকের আলি অনিক। ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাসকে বাদ দিয়ে শেষ ওয়ানডের দলে নেওয়া হয়েছিলো জাকের আলি অনিককে। দলে এলেও একাদশে সুযোগ পাননি তিনি। তবে বদলি ফিল্ডার হিসেবে নেমেই ঘাড়ে পেয়েছেন ভোট। তাতে শঙ্কার কিছু না থাকলেও অন্তত একদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে তাকে।

শ্রীলঙ্কার ইনিংসের একদম শেষ ওভারে তাসকিন আহমেদের বলে প্রমোদ মাধুশানের ক্যাচ ধরতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে ধাক্কা লাগে জাকেরের। বিজয় ক্যাচ নিতে পারলেও জাকের ঘাড়ে আঘাত পান। তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়।

আহত জাকেরকে নিয়ে দ্রুতই যাওয়া হয় বেসরকারি হাসপাতাল অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় জাকেরের মাথায়। তাতে কোন সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

পর্যবেক্ষণ করা চিকিৎসকরা জাকেরের ঘাড়ে চোট খুঁজে পেয়েছেন। এই চোটের কারণে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই ধরনের চোটে সাময়িক দৃষ্টিবিভ্রমও হতে পারে। তবে এতে গুরুতর কোন সমস্যা খুঁজে পাচ্ছে না তারা। ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মঈনুদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, 'আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।'

একই হাসপাতালের  অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন জাকের,  'উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোন চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮  ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে।  ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ঔষধও খেয়েছেন। ভয় করার কোন কারণ নাই।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago