শেষ ম্যাচেও বড় হারে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশড বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন নিগার সুলতা জ্যোতিরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প রানে গুটিয়ে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেননি তারা।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অজিরা। আগে ব্যাটিং পেরে স্রেফ ৮৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩১.৩ ওভার বাকি থাকতে ওই রান তুলে ম্যাচ জিতে নেয় সফরকারী দল। এই জয়ে বাংলাদেশের নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে।

মামুলি রান তাড়ায় সাবলীল শুরু পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি আর পহবি লিচফিল্ড মিলে ৮ ওভারে তুলেন ৪৩ রান। ১২ করা লিচফিল্ডকে আউট করে প্রথম উইকেট নেন সুলতানা খাতুন।

হিলি চালিয়ে যান। দলকে অর্ধশতক পার করে রাবেয়া খাতুনের লেগ স্পিনে এলবিডব্লিউতে কাবু হয়ে থামেন তিনি। তবে তাতে ম্যাচে কোন প্রভাব ছিলো না। বোলিংয়ে ২ উইকেট নেওয়া পেরি ব্যাট হাতেও রাখেন অবদান। বেথ মুনিকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ম্যাচ শেষ করে দেন তিনি। পেরি অপরাজিত ছিলেন ২৮ বলে ২৭ রানে। মুনি করেন ২২ বলে ২১ রান।

টস হেরে ব্যাট করতে গিয়ে আগের দুই ম্যাচের মতই চলে উইকেট পতনের মিছিল। দ্বিতীয় ওভারে এলিসা পেরির শিকার হন সুমাইয়া আক্তার। পরের ওভারে ফারজানা হক পিংকিকে তুলে নেন কিম গার্থ।  তিনে নামা মুরশিদা খাতুন টিকে থাকার চেষ্টায় ছিলেন। কিন্তু বেশিক্ষণ সামলাতে পারেননি অজি বোলিং। পেরির বলে ক্যাচ দিয়ে তার বিদায় ২১ বলে ৮ রান করে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা চালিয়েছেন কিছুটা। সঙ্গী পাননি সেভাবে। রিতু মনি, ফাহিমা খাতুনরা ফেরেন তড়িঘড়ি।  ১৬ করে থিতু হওয়া জ্যোতি যখন মলিনিউক্সের বলে আউট হন তখন ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনা স্বাগতিক দল। প্রথম ৭ ব্যাটারের ছয়জনই আউট হন সিঙ্গেল ফিগারে।

বাংলাদেশের রান একশোর কাছে যায় টেল এন্ডারদের ব্যাটে। স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন আর মারুফা আক্তার যান দুই অঙ্কে।

Comments

The Daily Star  | English

Israeli strike hits military base south of Tehran

An Israeli attack on Saturday in Iran's west killed at least five army personnel and wounded nine others, Iranian media reported

2h ago