চট্টগ্রাম টেস্টে হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ পোথাসের কাঁধে পড়েছে দায়িত্ব।
Chandika Hathurusingha
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

জরুরি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। ফলে চট্টগ্রামে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে পাবে না বাংলাদেশ দল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যত দ্রুত সম্ভব তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'বিসিবি সম্মানের সঙ্গে সকল স্টেকহোল্ডারদের অনুরোধ করছে এই সময়ে হাথুরুসিংহের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা ও সহানুভূতি প্রদান করার জন্য।'

শ্রীলঙ্কার নাগরিক হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাসের কাঁধে পড়েছে দায়িত্ব। তিনি দ্বিতীয় টেস্ট চলাকালীন প্রধান কোচের ভূমিকা পালন করবেন।

আগামী ৩০ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। সিলেটে হওয়া প্রথম টেস্ট ৩২৮ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের উড়িয়ে সিরিজে এগিয়ে আছে লঙ্কানরা।

তাওহিদ হৃদয়ের পরিবর্তে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চোটের কারণে ছিটকে যাওয়া মুশফিক হাসানের জায়গায় ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

Comments