বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
পিঠের ওপরের দিকের অংশে চোট পেয়েছেন কাসুন রাজিথা। ফলে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। ডানহাতি এই পেসারকে না পাওয়াটা বড় দুঃসংবাদ শ্রীলঙ্কার জন্য।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ৩০ বছর বয়সী রাজিথার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলএলসি)। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য তিনি দেশে ফিরে যাবেন। তার জায়গায় দলে যুক্ত করা হয়েছে আসিথা ফার্নান্দোকে।
আগামী ৩০ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। সিলেটে হওয়া প্রথম টেস্ট ৩২৮ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের উড়িয়ে সিরিজে এগিয়ে আছে লঙ্কানরা।
ওই টেস্টে বাংলাদেশের ২০ উইকেটের সবগুলো পান শ্রীলঙ্কার পেসাররা। এর মধ্যে একাই ৮ উইকেট শিকার করেন রাজিথা। প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। দুই ইনিংসেই তার খরচা ছিল ৫৬ রান।
২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৮ টেস্ট খেলেছেন রাজিথা। ২৯.৫৮ গড়ে তার শিকার ৫৫ উইকেট। তিনি ইনিংসে একবার ৪ উইকেট ও দুবার ৫ উইকেট দখল করেছেন।
Comments