পাচার অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্যাংককে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে বৈঠকের সময় তিনি এ সহযোগিতা কামনা করেন।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন।

বৈঠকে পাচার হওয়া অর্থ উদ্ধারে শ্রীলঙ্কার প্রচেষ্টার কথা উল্লেখ করেন ড. ইউনূস।

তিনি বলেন, 'শ্রীলঙ্কার সংসদ পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি নতুন আইন অনুমোদন করেছে।'

প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন চান।

দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার প্রশাসনের পরিকল্পনার কথা জানান।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Why is credit demand so low?

Credit demand in the private sector of Bangladesh has virtually ground to a halt, hitting its lowest level since at least 2004, indicating a distressed business and investment situation.

14h ago