চিরকুটে নিজের হাতের লেখাই পড়তে পারেনি পান্ত

আইপিএলের গত মৌসুমে না থাকলেও এবার ফিরে এসেছেন রিসাভ পান্ত। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রায় মৃত্যুর মুখে ছিলেন এই ক্রিকেটার। ফিরেছেন আবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই। তবে শুরুটা ভালো হয়নি তার। টানা দুই ম্যাচেই হেরে গিয়েছে তার দল। তবে ম্যাচ চলাকালীন সময়ে ঘটা মজাদার এক কাহিনী সামনে এনেছেন দলের সাবেক কোচিং স্টাফ ও সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
তবে পান্তের ঘটনাটি এই মৌসুমের নয়। আইপিএলের হিন্দি ধারাভাষ্য দেওয়ার সময় পুরনো কথা মনে করেন কাইফ। রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের দশম ওভারের খেলা চলাকালীন সময়ে কাইফ বলেন, 'আমার একটা অদ্ভুত ঘটনা মনে আছে। দিল্লিতে তখন আইয়ার (শ্রেয়াস) চোট পেয়েছে। পান্তকে অধিনায়কত্ব করতে বলা হয়েছিল। তখন একটা ম্যাচের আগে টিম মিটিং ছিল। সেই টিম মিটিংয়ে কী বলতে হবে, তা একটা চিরকুটে লিখে নিয়ে গিয়েছিল পান্ত। ও পরে সেই চিরকুট খুলে পড়া শুরু করে। তবে এমন হাতের লেখা লিখেছিল যে, ও নিজেই নিজের লেখা পড়তে পারছিল না।'
'বিরক্ত হয়ে গিয়ে সেই চিরকুটটা ফেলে দেয় পান্ত। বলে আমার এই সব কিছু লাগবে না। এরপর খালি গলাতে বলা শুরু করে মাঠে নেমে দলের হয়ে সবার সেরাটা দিতে হবে। ভয়ডরহীনভাবে ক্রিকেটটা খেলতে হবে। দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে ও অনেক কিছুই বলেছিল সেই সময়ে। আমার ওকে দেখে তারপর এটাই মনে হয়েছিল যে, ও খুব আবেগি একটা মানুষ। ওর ইমোশন ওকে যা বলবে, ও সেটাই করবে,' যোগ করেন কাইফ।
এবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আসর শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাই জিততে মরিয়া ছিল দলটি। কিন্তু আবারও হেরে গিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে জয়পুরে তাদের ১২ রানে হারিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি পান্তের দল।
Comments