করুনারত্নেকে ফেরালেন হাসান, তবু দাপট শ্রীলঙ্কার

Bangladesh
ছবি: ফিরোজ আহমেদ

উইকেটবিহীন প্রথম সেশন পার করে লাঞ্চ থেকে ফিরেই নিশান মাদুশকার উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে তা মনে হচ্ছিলো বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত ক্ষণিকের আনন্দ হয়েই থাকবে। সেশনের  বাকিটা সময় জুড়ে স্বাগতিক বোলার-ফিল্ডারদের হতাশায় পুড়াচ্ছিলেন দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। চা -বিরতির খানেক আগে সেঞ্চুরির কাছে থাকা করুনারত্নেকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দলকে এনে দিয়েছেন কিছুটা স্বস্তি।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের চা-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২১৪ রান। ৬৫ রান নিয়ে ক্রিজে আছেন কুশল মেন্ডিস, ৮৬ করে করুনারত্নে ফেরার পর ১ রান করে তার সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই সেশনে শ্রীলঙ্কা তুলেছে ১২৬ রান, হারিয়েছে ২ উইকেট। থিতু ব্যাটার করুনারত্নে আউট হলেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ তাদের হাতেই। 

লাঞ্চ বিরতির পর নেমে দুই রান নিতে গিয়ে হাসান মাহমুদের দারুণ থ্রোতে কাটা পড়েন মাদুশকা। মেহেদী হাসান মিরাজের বল কাভারে ঠেলে দুই রান নিতে গিয়েছিলেন করুনারত্নে, মাঝে কিছুটা দ্বিধায় পড়ে যাওয়ায় মদুশকা পৌঁছাতে পারেননি ক্রিজে। হাসানের থ্রো ধরে সহজেই স্টাম্প ভাঙেন লিটন দাস।

এরপর ক্রিজে জমে যান দুই অভিজ্ঞ করুনারত্নে আর মেন্ডিস। আলগা বোলিং, দুর্বল শরীরী ভাষায় বেরুতে থাকে রান। মেন্ডিস থিতু হতে সময় নেননি, করুনারত্নে খেলতে থাকেন সতর্ক পথে। দুজনের জুটি ছাড়িয়ে যায় শতরান। উইকেট পড়ার পরিস্থিতি একদমই মিলছিল না। এরমধ্যে তাইজুল ইসলামের বলে অদ্ভুতভাবে একটি রিভিউও নষ্ট করে বাংলাদেশ।

সেশনের একদম শেষ দিকে হাসানকে ফিরিয়ে সাফল্য পায় বাংলাদেশ। প্রথম সেশনে দারুণ বল করা ডানহাতি পেসার দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে গতির তারতম্যে কাবু করেন করুনারত্নেকে। সেঞ্চুরির দিকে থাকা বাঁহাতি ব্যাটার হাসানের বল স্টাম্পে টেনে বোল্ড হয়ে ফেরত যান। ১২৯ বলে ৮ চার, ১ ছক্কায় ৮৬ করে থামেন লঙ্কান সাবেক কাপ্তান। তার বিদায়ে দ্বিতীয় উইকেটে ভাঙে ১১৪ রানের জুটি। ২১০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

4h ago