অনন্য মাইলফলকের ম্যাচে পুরনো দিন মনে করালেন ধোনি

MS Dhoni & Rishab Pant
ছবি: আইপিএল

ম্যাচের সম্ভাবনা তখন কার্যত শেষ। তবু গ্যালারিতে মাহেন্দ্র সিং ধোনির নামে উঠেছে রব। ৪২ পেরুনো ধোনিও কম গেলেন না। চার-ছক্কার ঝড়ে মনে করালেন ফেলে আসা সময়। ম্যাচটিতে একটি মাইলফলকও স্পর্শ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। প্রথম উইকেটকিপার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ ডিসমিসালের মালিক হয়েছেন তিনি।

বিশাখাপত্তমে রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরেছে ধোনির চেন্নাই সুপার কিংস। তাতে ১৬ বলে ৩ ছক্কা, ৪ বাউন্ডারিতে গ্যালারি মাতান ধোনি। আট নম্বরে তিনি নামার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। সম্ভাবনা শেষ হওয়ার পরও দর্শকদের বিনোদন যুগানো ইনিংস এসেছে তার কাছ থেকে। কব্জির জোরে বড় বড় ছক্কা পাঠিয়েছে গ্যালারিতে। ফিনিশার ধোনির সেরা সময়টায় এমন ঝলক দেখা যেত নিয়মিত।

এদিন ফিল্ডিংয়ে মাইলফলক স্পর্শ করেন ধোনি। রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শ'র ক্যাচ জমিয়ে ৩০০ ডিসমিসালের মালিক হন তিনি। তাতে আছে ২১৩টি ক্যাচ ও ৮৭টি স্টাম্পিং।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের রেকর্ডে ধোনির পরে আছেন দিনেশ কার্তিক ও কামরান আকমল। দুজনের ডিসমিসালই ২৭৪ করে। কুইন্টেন ডি ককের ২৭০ আর জস বাটলারের আছে ২০৯টি।

গত বছরের মতন এবারও ধোনি আইপিএল খেলছেন মূলত কিপার হিসেবে। দলের বিশেষ প্রয়োজন ছাড়া তাকে ব্যাট করতে দেখা যায় না। এবারের আসরে গতকালই ব্যাটিং পেলেন প্রথমবার। তাতে ঝড় তুলে বুঝিয়ে দিলেন এখনো কিছুটা হয়ত দেওয়ার আছে তার।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago