বাংলাদেশে আইসিসি ইভেন্ট সম্প্রচার করবে নাগরিক টিভি ও বাংলালিংক

ICC logo

বাংলাদেশে আইসিসি ইভেন্ট সম্প্রচার করার স্বত্ব পেয়েছে টিএসএম। তারা নাগরিক টিভি ও বাংলালিংকের মাধ্যমে খেলা দেখাবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত টিএসেমের সঙ্গে চুক্তি করেছে তারা।

বিশ্বজুড়ে ক্রিকেট সম্প্রচারের বাস্তবতা আর আগের মতো নেই। এখন অঞ্চলভেদে আলাদা করে স্বত্ব বিক্রি করে থাকে আইসিসি। সেই ধারায় বাংলাদেশে আইসিসি টুর্নামেন্ট দেখানোর স্বত্ব পেয়েছে টিএসএম।

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলালিংকের মাধ্যমে ইভেন্টগুলো দর্শকদের কাছে পৌঁছে দেবে টিএসএম।

চুক্তির আওতাধীন আইসিসি টুর্নামেন্টগুলো হলো চলতি বছরের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

আইসিসি প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস বলেছেন, 'বাংলাদেশ অঞ্চলের আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা আনন্দিত, যেখানে একটি বিশাল ও অনুরাগী সমর্থকগোষ্ঠী আছে। এই বছরের শেষদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশেই। আমাদের সম্প্রচারসঙ্গীর সঙ্গে এই মেলবন্ধনে এখানে মেয়েদের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার এবং নতুন ও রোমাঞ্চকর সমর্থকদের সম্পৃক্ত করার সত্যিকারের সুযোগ আছে।'

উল্লেখ্য, চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। সেই ইভেন্ট আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে।

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago